ইন্দোনেশিয়ার চন্ডি
৪র্থ থেকে ১৫ শতকে, হিন্দু এবং বৌদ্ধ মন্দির এবং অন্যান্য পূজা কেন্দ্র জাভা ভাষায় "চন্ডি" নামে পরিচিত। হয়। এ ছাড়া, প্রাচীন অ-ধর্মীয় নির্মাণ যেমন দরজা, নগর ধ্বংসাবশেষ এবং স্নানের স্থানগুলি "চন্দী" নামেও পরিচিত। 'চন্দিকা' দুর্গ বা পালি শব্দ 'চধি'অথবা সংস্কৃত - চৈত্যের অপভ্রংশ ।
শব্দকোষ
'চন্ডি' শব্দটি সাধারণত ভারতীয় মন্দিরগুলির মতো একক্ষীয় কাঠামোর জন্য ব্যবহার করা হয়। যার মধ্যে গেটওয়ে এবং এর উপরে পিরামিড শীর্ষ[1] ।
গ্যালারি
- বরোবুদুর বিশ্বের সবচেয়ে বৌদ্ধ স্মৃতিস্তম্ভ
- মেন্ডুট বরোবুদুরের কাছে মন্দির
- গাওেন
- প্রাম্বানান মন্দিরে, ইন্দোনেশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির
- লুবুং
- সেভু
- কালাসন প্রাম্বানান মন্দিরের কাছে
- সারি মন্দির
- প্লাওসান
- প্লাওসান কিদুল
- সাম্বিসারি
- বান্যুনিব
- চন্ডি বিমা, দেইং প্লেটো
- চন্ডি পুন্টাদেয়া, ডাইং প্লেটো
- চন্ডি অর্জুন, ডাইং প্লেটু
- চন্ডি শ্রীকান্দি, দেইং প্লেটু
- চন্ডি গাতোটকাচা, ডাইং প্লেটো
- চন্ডি সেমার, ডায়ং প্লেট
- চন্ডি গেদং সঙ্গ উঙ্গারান
- চন্ডি গেবাং,ইয়গ্যাকারতা
- কিদাল
- জাগ
- ব্লেডাঙ্গন, বাটুজায়, পশ্চিম জাভা
- চন্ডি ত্রারওুলান
- চন্ডি ওরিঙ্গিন লাওাং ,ত্রারওুলান
- চন্ডি পরী,পরং ,সিদয়ারজ
- গাম্পং, মুরো জাম্বি, জাম্বি
- মুরা তাকুস, রিয়া
- চন্ডি প্লুম্বাঙ্গান,ব্লিতার,ইস্ত জাভা
তথ্যসূত্র
- Philip Rawson: The Art of Southeast Asia
এছাড়াও দেখুন
- সেভু মন্দির ( চন্ডি সেভু)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.