ইন্তেখাব দিনার
ইন্তেখাব দিনার বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা।[1][2]
ইন্তেখাব দিনার | |
---|---|
পেশা | অভিনেতা |
দাম্পত্য সঙ্গী | বিজরী বরকতুল্লাহ (বি. ২০১৩) |
কর্মজীবন
১৯৯৫ সালে, দিনার নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগদান করেন। তিনি "নুরুল দিনের সারজীবন", "ওচলাইতন", "মৃত্যু সংবাদ", "গ্যালিলিও", "দেওয়ান গাজীর কিস্সা", "শঙ্খ চিল" সহ একাধিক মঞ্চনাটকে অভিনয় করেছিলেন।[1]
দিনার সালাউদ্দিন লাভলু পরিচালিত "ঘোর" নাটকে অভিনয় করে টেলিভিশন নাটকে আত্মপ্রকাশ করেন।[1]
এছাড়াও তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রথম অভিনয় করেন তৌকীর আহমেদের জয়যাত্রায়, এরপর বাদল রহমানের ছানা ও মুক্তিযুদ্ধ, বদরুল আনাম সৌদের খণ্ডগল্প ’৭১, তামিম নূরের ফিরে এসো বেহুলা' ও মুরাদ পারভেজের বৃহন্নলা চলচ্চিত্রে।[3]
ব্যাক্তিগত জীবন
তিনি ২০১৩ সালে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ কে বিবাহ করেন।[4]
টেলিভিশন নাটক
নাম | পরিচালক, লেখক | সহশিল্পী | মন্তব্য |
---|---|---|---|
এবং বিবাহ | শাহাদাত হোসাইন | শশী, শর্মিলা আহমেদ | |
সন্দেহীত দুষ্ট গল্প | জেনী | ||
বিয়ে বোমেরাং | শশী | ||
সম্পর্কের শিরোনামটি ভাবতে হবে | জাকিয়া বারী মমো | ||
মেঘের ভেজা রোদ | নওশীন, মিমু | ||
আকাশ ভরা জোসনা ধার | জেনী, হাসান ইমাম | ||
তোমার সম্ভাবনা আমার সম্ভব না | রিচী | ||
এ পাশে বন্ধ জানালা | মমো, ইশানা | ||
১৯বছর পর | মমো | ||
উত্তারোধিকারী | তিশা | ||
নেক্সট ডোর | |||
সূর্য তারা | বিজরী বরকতুল্লাহ | ||
মেঘ বৃস্টি ও তার পরে | পূর্নিমা, অপূর্ব | ||
তথ্যসূত্র
- Shah Alam Shazu (মার্চ ১৫, ২০১২)। "In conversation with Intekhab Dinar"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৮, ২০১৫।
- Shah Alam Shazu (অক্টোবর ৮, ২০১৫)। ""I started my journey in the media whimsically""। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৮, ২০১৫।
- "দিনারের দিন"। প্রথম আলো। ১৭ ডিসেম্বর ২০১৫।
- "ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লার বিয়ে :: দৈনিক ইত্তেফাক"। archive.ittefaq.com.bd। ১৬ এপ্রিল ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.