ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন
ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন বা International Electrotechnical Commission (IEC)[1] একটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান যেটি ইলেকট্রিক, ইলেকট্রনিক্স এবং এর সাথে সম্পর্কিত প্রযুক্তির মান প্রণয়ন করে। এর প্রণীত কিছু মান ISO এর সাথে যৌথ ব্যবস্থাপনার ফলে হয়েছে।
সংক্ষেপে | আইইসি |
---|---|
নীতিবাক্য | Making electrotechnology work for you |
গঠিত | ২৬ জুন, ১৯০৬ লন্ডন, ইংল্যান্ড |
ধরণ | বে-সরকারী সংস্থা |
আইনি অবস্থা | সক্রিয় |
সদরদপ্তর | জেনেভা, সুইজারল্যান্ড |
দাপ্তরিক ভাষাসমূহ | ইংরেজি, ফরাসি |
ওয়েবসাইট | www |
ব্রিটিশ আইইইই, আমেরিকান আইইইই এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ১৯০০ সাল থেকে শুরু হওয়া আলোচনার পর ১৯০৬ সালের ২৬ জুন সংস্থাটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমানে ১৩০টিরও বেশি দেশকে নিয়ে এটি কাজ করে। এদের মধ্যে ৬৭টি দেশ সদস্য এবং ৬৯টি দেশ সহযোগী হিসেবে কাজ করে থাকে। শুরুতে এর সদর দপ্তর লন্ডনে থাকলেও পরবর্তীতে ১৯৪৮ সালে সদরদপ্তর পরিবর্তন করে জেনেভায় স্থানান্তরিত করা হয়।
তথ্যসুত্র
- "IEC Statutes and Rules of Procedure" (PDF)। IEC। ২০১১-০৭-০১। পৃষ্ঠা 30। ২০১১-০৮-০৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৭।
বহিঃসংযোগ
- http://www.iec.ch — IEC Home Page
- http://webstore.iec.ch — IEC Web Store (buy IEC standards online)
- http://www.iecq.org — IEC System for quality assessment of electronic components and associated materials and processes
- http://www.iecex.org — IEC Scheme for certification to standards for electrical equipment for explosive atmospheres
- http://tc3.iec.ch — IEC Graphical Symbols
- http://tc17.iec.ch — IEC Switchgear
- http://tc56.iec.ch — IEC Dependability
- http://tc57.iec.ch — IEC Power Systems Management
- https://web.archive.org/web/20070114210453/http://tc86.iec.ch/ — IEC Fibre Optics
- http://tc100.iec.ch — IEC Multimedia
আইইসি মান, ডাটাবেজ আকারে
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.