ইনসেপশন
ইনসেপশন (ইংরেজি: Inception) ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান রচিত, সহ-প্রযোজিত ও পরিচালিত একটি মৌলিক অ্যাকশনধর্মী সায়েন্স ফিকশন চলচ্চিত্র। চলচ্চিত্রটি বৃটিশ-আমেরিকান যৌথ প্রযোজনায় নির্মিত। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্র ডম কবের ভূমিকায় অভিনয় করেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। অন্যান্য প্রধান চরিত্রে রয়েছেন জোসেফ গর্ডন-লেভিট, টম হার্ডি, কেন ওয়াতানাবি, মাইকেল কেইন, মারিয়োঁ কোতিয়ার প্রমুখ।
ইনসেপশন | |
---|---|
![]() পোস্টার | |
পরিচালক | ক্রিস্টোফার নোলান |
প্রযোজক | ক্রিস্টোফার নোলান এমা থমাস |
রচয়িতা | ক্রিস্টোফার নোলান |
শ্রেষ্ঠাংশে | লিওনার্দো ডি ক্যাপ্রিও কেন ওয়াতানাবি জোসেফ গর্ডন-লেভিট মারিয়োঁ কোতিয়ার এলেন পেজ টম হার্ডি দিলিপ রাও সিলিয়ান মার্ফি মাইকেল কেইন |
সুরকার | হান্স জিমার |
চিত্রগ্রাহক | ওয়ালি ফিস্টার |
সম্পাদক | লি স্মিথ |
প্রযোজনা কোম্পানি | লিজেন্ডারি পিকচার্স সিনকপি পিকচার্স |
পরিবেশক | ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স |
মুক্তি | ৮ জুলাই ২০১০, লন্ডন ১৬ জুলাই ২০১০, যুক্তরাষ্ট্র |
দৈর্ঘ্য | ১৪৮ মিনিট[1] |
দেশ | যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৬০ মিলিয়ন |
আয় | $৮২৫ মিলিয়ন |
কাহিনী সংক্ষেপ
স্থাপত্যবিদ্যার প্রাক্তন ছাত্র ডমিনিক "ডম" কব আর তার ব্যবসায়ীক অংশীদার আর্থার (জোসেফ গর্ডন-লেভিট) এক অদ্ভুত উপায়ে গুপ্তচরগিরি চালায়। তারা দু'জনে মূলত চোর। তবে বস্তুগত কোন মূল্যবান দ্রব্য চুরি না করে তারা চুরি করে কারও অবচেতন মনে লুকিয়ে থাকা কোন একটি চিন্তা, তথ্য বা উদ্ভাবনাকে। স্বপ্ন এবং স্বপ্নের ভেতরে স্বপ্নের মাধ্যমে ব্যাপারটি সম্ভব হয়। ব্যাপারটি বেআইনি হওয়ায় কব হয় ফেরারি আসামী। একই সাথে তার ব্যক্তিগত জীবনেও বিপর্যয় নেমে আসে। তার স্ত্রী বার বার স্বপ্ন-পরিভ্রমণের ফলে মনে করতে থাকে তার বর্তমান জীবনটিও আসলে স্বপ্ন। একসময় সে আত্মহত্যার পথ বেছে নেয়। এদিকে কব, মানসিকভাবে বিপর্যস্ত একজন মানুষ, শেষবারের মত আরেকটি মিশন হাতে নেয়। এবারে তার উদ্দেশ্য থাকে কোন তথ্য চুরি করা নয়, বরং একজনের মনে একটি তথ্য প্রোথিত করে দেওয়া।
তথ্যসূত্র
![]() |
উইকিমিডিয়া কমন্সে ইনসেপশন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- "Inception"। BBFC। জুন ২৯, ২০১০। সংগ্রহের তারিখ আগস্ট ৮, ২০১০।