ইতালির ধর্মবিশ্বাস
ইতালির অধিকাংশ ব্যক্তি খ্রিস্টান এবং রোমান ক্যাথলিক মতে বিশ্বাসী। ইতালির রোমের ভ্যাটিকান সিটিতে খ্রিস্টধর্মের রোমান ক্যাথলিক অংশের সর্বোচ্চ ধর্মগুরু পোপ বাস করেন।
২০১২ সালের পিউ ফোরামের করা ধর্ম ও জন জীবন সম্পর্কিত গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ জরিপ অনুযায়ী, ইতালীয় নাগরিকদের মধ্যে ৮৩.৩% খ্রিস্টান, ১২.৪% ধর্মবহির্ভূত, নাস্তিক, বা আজ্ঞেয়বাদী, ৩.৭% মুসলমান এবং ০.৬ঁ% অন্যান্য ধর্মালম্বী।[1] অন্য একটি সূত্র মতে, ১০% এর উপর ইতালীয় নাগরিক ও বিদেশী নাগরিক ক্যাথলিক ধর্মের বাইরে অন্য ধর্মে বিশ্বাস করে এবং নাস্তিক ও আজ্ঞেয়বাদীদের পরিমাণ বাড়ছে। ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে মুসলমানদের পরিমাণ সবচেয়ে বেশি, এর পড়ে অবস্থান করছে প্রাচ্য গোঁড়াবাদ, প্রটেস্টান্ট, জিহোভা, বৌদ্ধ, হিন্দু, শিখ ও ইহুদি।
ইতালীয় গবেষণা কেন্দ্র ইউরিসপেসের ২০০৬ সালের জরিপ অনুযায়ী, ইতালীয় নাগরিকদের মধ্যে ৮৭.৭% জনগণ ক্যাথলিক, যার মধ্যে ৩৬.৮% নিজেদের ধর্ম পালনকারী হিসেবে স্বীকার করে।[2] ইউরিসপেসের ২০১০ সালের জরিপে এই পরিমাণ কমে দাড়ায় যথাক্রমে ৭৬.৬% এবং ২৪.৪%।[3] ২০১৬ সালে ইউরিসপেসের জরিপের ফলাফলে দেখা যায়, ইতালির ক্যাথলিকের সংখ্যা ৭১.১%, অর্থাৎ ২০১০ থেকে ৫.৫% কম, তবে ধর্ম পালনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাড়ায় ২৫.৪%।[4] অন্য কয়েকটি সূত্রে বলা হয়েছে, ইতালিতে মুসলমান নাগরিক ২% এর কাছাকাছি।[5][6][7]
আরও দেখুন
- ইতালিতে ইসলাম ধর্ম
- ইতালিতে ইহুদি ধর্ম
- ইতালিতে খ্রিস্টান ধর্ম
- ইতালিতে বৌদ্ধ ধর্ম
- ইতালিতে হিন্দু ধর্ম
তথ্যসূত্র
- "The Global Religious Landscape (PDF)" (PDF)। গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ। Pewforum.org। ২০১২। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৭।
- "Corriere della Sera - Italia, quasi l'88% si proclama cattolico"। corriere.it। Corriere della Sera।
- "Cattolici maggioranza in Italia?"। cronachelaiche.globalist.it. ১৪ মে, ২০১২। ২৬ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৭।
- Pedrazzi, Nicola (১ ফেব্রুয়ারি ২০১৬)। "L'Italia e le religioni nel 2016"। riforma।
- Islam "Italiano: Prospects for Integration of Muslims in Italy's Religious Landscape" (PDF)"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। Journal of Muslim Minority Affairs। Arcre.org। ২৮ এপ্রিল ২০০৮। - Spreafico, Andrea। "La presenza islamica in Italia (PDF)"। Ssai.interno.it।
- "Quanti sono e cosa vogliono i musulmani"। linkiesta.it। Linkiesta। ১ আগস্ট ২০১১।