ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট
ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট (ইংরেজি: It Was Raining That Night), এটি হলিউড-বলিউড এর যৌথ উদ্যোগে নির্মিত একটি ইংরেজি ভাষা ও বাংলা ভাষার চলচ্চিত্র।[1] ছবিটির কাহিনীকার ও পরিচালক মহেশ মাঞ্জরেকার. এই ছবিতে অভিনয় করেছেন ভারত, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র'র শিল্পীরা। এদের মধ্যে রিয়াজ, রিয়া সেন, সুস্মিতা সেন, ভিক্টর ব্যানার্জী, মহেশ মাঞ্জরেকার, মুনমুন সেন, অতিত শাহ, দবন ময়েলের ও স্টেফানিই সিয়েগেল।
ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট | |
---|---|
পরিচালক | মহেশ মাঞ্জরেকার |
প্রযোজক | মহেশ মাঞ্জরেকার অরবিন্দ গোয়েল দিনেশ মিত্তাল এন.ডি. নাগপাল এলিজাবেথ শাহ প্রশান্ত শাহ সগুন ওয়াঘ |
রচয়িতা | মহেশ মাঞ্জরেকার |
শ্রেষ্ঠাংশে |
|
চিত্রগ্রাহক | বিজয় অরোরা |
সম্পাদক | সমুদ্র ইন্ডিয়া |
মুক্তি | ২০০৫ |
দৈর্ঘ্য | ১০৫ মিনিট |
দেশ | ![]() ![]() |
ভাষা | বাংলা ইংরেজি |
নির্মাণব্যয় | $৯৫০,০০০.০০ (আনুমানিক) |
২০০৫ সালে চলচ্চিত্রটির নির্মাণ শেষ হলেও ছবিটি মুক্তি পায় নি। এটি মাঞ্জরেকারের অস্তিত্ব চলচ্চিত্রের পুনঃনির্মাণ।[2]
শ্রেষ্ঠাংশে
- রিয়াজ - বিজয় কুমার দীক্ষিত / জাফর খান
- রিয়া সেন - সাবিত্রী ব্যানার্জী
- সুস্মিতা সেন - আয়েশা রাও
- ভিক্টর ব্যানার্জী - জাই ব্যানার্জী
- মহেশ মাঞ্জরেকার - ব্রিজ ভূষণ
- মুনমুন সেন - জয়া দীক্ষিত
- অতিত শাহ - বিরাট দীক্ষিত
- দবন ময়েলের - জনসন
- স্টেফানিই সিয়েগেল - সিনা
নির্মাণ
ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট চলচ্চিত্রের চিত্রায়ণ শুরু হয় ২০০৫ সালে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে। এটি রিয়াজ অভিনীত একমাত্র ইংরেজি ভাষার চলচ্চিত্র এবং প্রথমবার তিনি বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের বিপরীতে অভিনয় করেন।[1]
তথ্যসূত্র
- chakpak.com (28 March 2011). It Was Raining That Night আর্কাইভইজে আর্কাইভকৃত ২২ জুলাই ২০১২ তারিখে
- "Sushmita Sen Set for Bengali Film Debut"। এনডিটিভি মুভিজ। ১৮ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৭।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.