ইউরোপীয় সড়ক ই৮০

ইউরোপীয় সড়ক ই৮০ বা ই৮০ হল ইউরোপের একটি আন্তর্জাতিক মহাসড়ক ব্যবস্থা। এটি তুরস্ক-এর গুরবুলাক থেকে পর্তুগাল-এর লিসবন পর্যন্ত গেছে। এর মোট দৈর্ঘ্য ৬১২০ কিলোমিটার। মহাসড়কটি ইউরোপ-এর দশটি দেশ পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, স্কোটিয়া,মনটেনেগো,কোসভা,সারবিয়া,বুলগেরিয়া,তুরস্ক দিয়ে গেছে। তুরস্কের ইস্তামম্বুলে এটি এএইচ১-এর সঙ্গে যুক্ত হয়েছে।

ইউরোপীয় সড়ক ই৮০
পথের তথ্য
দৈর্ঘ্য:৬,১২০ কিমি (৩,৮০০ মাইল)
প্রধান সংযোগস্থল
পূর্ব প্রান্ত:গুরবুলাক (তুরস্ক)
পশ্চিম প্রান্ত:লিসবন (পর্তুগাল)
অবস্থান
দেশ:পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, কসোভো[অ], সার্বিয়া, বুলগেরিয়া, তুরস্ক
মহাসড়ক ব্যবস্থা
আন্তর্জাতিক ই-সড়ক নেটওয়ার্ক
E79 E81

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.