আলেক্সান্দ্রা কেযরাকোভ

আলেক্সান্দ্রা নাতিনিয়ভিচ কেযরাকোভ (রুশ: Алекса́ндр Анато́льевич Кержако́в [ɐlʲɪkˈsandr ɐnɐˈtolʲɪvʲɪt͡ɕ kʲɪrʐɐˈkof]) জন্ম:২৭ নভেম্বর ১৯৮২ কিঙ্গিস্‌সিপ, রাশিয়া (সাবেক রাশিয়ান এসএফএসআর) রুশ ফুটবলার যিনি বর্তমানে রুশ জাতীয় ফুটবল দল ও রুশ ক্লাব যেনিত সেইন্ট পিটার্সবার্গের হয়ে খেলছেন।[1] তিনি রুশ ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলদাতা, এখন পর্যন্ত যার রুশ ক্লাব ফুটবলে ২১০ এর অধিক গোল রয়েছে। যেনিত সেইন্ট পিটার্সবার্গ ছাড়াও এই স্ট্রাইকার তার ক্লাব ক্যারিয়ারে স্পেনের সেভিলা ও আরেক রুশ ক্লাব ডায়নামা মস্কোর হয়ে খেলেছেন। তিনি জাতীয় দলের হয়ে ২০০২ বিশ্বকাপে খেলেছেন ও ব্রাজিলে হতে যাওয়া ২০১৪ ফিফা বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন।

আলেক্সান্দ্রা কেযরাকোভ
২০১১ সালে জাতীয় দলের সাথে কেযরাকোভ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলেক্সান্দ্রা নাতিনিয়ভিচ কেযরাকোভ
জন্ম (1982-11-27) ২৭ নভেম্বর ১৯৮২
জন্ম স্থান কিঙ্গিস্‌সিপ, রাশিয়া
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট   ইঞ্চি)
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব যেনিত সেইন্ট পিটার্সবার্গ
জার্সি নম্বর ১১
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০১-২০০৬ যেনিত সেইন্ট পিটার্সবার্গ ১৫৬ (৬৪)
২০০৭-২০০৮ সেভিলা ২৬ (৮)
২০০৮-২০১০ ডায়নামা মস্কো 51 (20)
2010– যেনিত সেইন্ট পিটার্সবার্গ ১০১ (৫২)
জাতীয় দল
২০০২– রাশিয়া ৮০ (২৫)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১১ মে ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৩১ মে ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার

ক্লাব

ক্লাব মৌসুম লীগ কাপ ইউরোপ অন্যান্য সর্বমোট
উপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
যেনিত সেইন্ট পিটার্সবার্গ ২০০১ ২৮৩৩
২০০২ ২৯১৪৩৩১৬
২০০৩ ২৭১৩৩০১৬
২০০৪ ২৯১৮৪২৩০
২০০৫ ২৫৩৮১৫
২০০৬ ২১২৯১০
সর্বমোট ১৫৯৬৪২৩১৬২৩১৫২০৫৯৫
সেভিলা ২০০৬-০৭ ১৫২৭
২০০৭-০৮ ১১১৯
সর্বমোট ২৬১১৪৬১১
ডিনামা মস্কো ২০০৮ ২৭২৯
২০০৯ ২৪১২৩০১৫
সর্বমোট ৫১১৯৫৯২৩
যেনিত সেইন্ট পিটার্সবার্গ ২০১০ ২৮১৩৩৬১৭
২০১১-১২ ৩২২৩৪২২৪
২০১২-১৩ ১৫১০১৬১১
সর্বমোট ৭৫৪৬১৭৯৪৫২
ক্যারিয়ার সর্বমোট ৩১১১৩৭৪১১৯৫৫২৫৪১০১৮১

তথ্যসূত্র

  1. "Kerzhakov zurück zu Zenit"। Transfermarkt.de। ২ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.