আলেক্স ভিদাল
আলেক্স ভিদাল পারেঊ (জন্মঃ ২১ অগাস্ট ১৯৮৯) স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি সেভিয়ার হয়ে রাইট উইংগার অথবা রাইট ব্যাক হিসেবে খেলেন।
![]() ২০১৫ সালে বার্সেলোনায় ভিদাল | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আলেক্স ভিদাল পারেঊ | ||
জন্ম | ২১ আগস্ট ১৯৮৯ | ||
জন্ম স্থান | ভায়স, স্পেন | ||
উচ্চতা | ১.৭৬ মি (৫ ফু ৯ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | সেভিয়া | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
২০০০–২০০১ | ভায়স | ||
২০০১–২০০২ | বার্সেলোনা | ||
২০০২–২০০৩ | কামব্রিলস | ||
২০০৩–২০০৪ | জিমনাস্তিক | ||
২০০৪–২০০৬ | রিয়াল মাদ্রিদ | ||
২০০৬–২০০৭ | রিউস | ||
২০০৭–২০০৮ | এসপানিওল | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৮–২০০৯ | এসপানিওল বি | ২ | (০) |
২০০৯ | → প্যানথ্রাকিকোস (ধারে) | ৮ | (০) |
২০০৯ | জিমনাস্তিক | ১ | (০) |
২০০৯–২০১০ | পবলা মাফুমেত | ৩১ | (৭) |
২০১০–২০১১ | মায়োর্কা বি | ৩৫ | (৬) |
২০১১ | আলমেরিয়া বি | ১ | (২) |
২০১১–২০১৪ | আলমেরিয়া | ১২০ | (১৭) |
২০১৪–২০১৫ | সেভিয়া | ৩১ | (৪) |
২০১৫–২০১৮ | বার্সেলোনা | ৩০ | (৩) |
২০১৮– | সেভিয়া | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৫– | স্পেন | ১ | (০) |
২০১৩– | কাতালোনিয়া | ৩ | (০) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
ভিদাল তার পেশাদার জীবন শুরু করেন ২০০৮ সালে স্পেনের এসপানিওল এ। কিন্তু তিনি মূল দলে কখনো জায়গা পান নি। ২০০৯ সালে তিনি ধারে গ্রিক প্যানথ্রাকিকোস ক্লাবে খেলেন। ২০০৯ সালে তিনি জিমনাস্তিক ক্লাবে যোগ দেন। কিন্তু সেখানে তিনি বেশিরভাগ সময় কাটান ক্লাবের দ্বিতীয় দলপবলা মাফুমেত এ। ২০১০ সালে ভিদাল মায়োর্কাতে যোগ দেন কিন্তু সেখানেও তাকে মায়োর্কা বি দলে স্পেনের তৃতীয় বিভাগে খেলতে হয়। ২০১১ সালে তিনি আলমেরিয়া বি দলে যোগ দেন। কিন্তু কিছুদিন পরই তিনি আলমেরিয়ার মূল দলে ডাক পান। ২০১৪ সালে তিনি সেভিয়ায় যোগ দেন। সেখানে এক বছর কাটানোর পর তিনি ২০১৫ সালে বার্সেলোনায় যোগ দেন। ২০১৮ সালে ৮৫ লক্ষ ইউরোর বিনিময়ে সেভিয়া তাকে পুনরায় কিনে নেয়।
২০১৩ সালের ৩০ ডিসেম্বর আলেক্স ভিদালের কাতালোনিয়া দলে অভিষেক হয়। ২৬ মে ২০১৫ আলেক্স ভিদালের স্পেন দলে অভিষেক হয় বেলারুশ এর বিপক্ষে।