আলভারো মোরাতা

আলভারো বোর্হা মোরাতা মার্টিন(জন্ম ২৩ অক্টোবর ১৯৯২) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে চেলসি থেকে ধারে আতলেতিকো মাদ্রিদে এবং স্পেন জাতীয় ফুটবল দলে খেলেন।

আলভেরো মোরাতা
২০১৪ তে ইয়ুভেন্তসে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলবেরো বোর্হা মোরাতা মার্টিন[1]
জন্ম (1992-10-23) ২৩ অক্টোবর ১৯৯২[2]
জন্ম স্থান মাদ্রিদ, স্পেন
উচ্চতা ১.৮৯ মি[3]
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আতলেতিকো মাদ্রিদ (চেলসি থেকে ধারে)
জার্সি নম্বর ২২
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৫–২০০৭ আতলেতিকো মাদ্রিদ
২০০৭-২০০৮ হেতাফে
২০০৮-২০১০ রিয়াল মাদ্রিদ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১০–১০১৩ রিয়াল মাদ্রিদ বি ৮৩ (৪৫)
২০১০–২০১৪ রিয়াল মাদ্রিদ ৩৭ (১০)
২০১৪–২০১৬ ইয়ুভেন্তুস ৬৩ (১৫)
২০১৬–২০১৭ রিয়াল মাদ্রিদ ২৬ (১৫)
২০১৭–২০১৯ চেলসি ৪৭ (১৬)
২০১৯ আতলেতিকো মাদ্রিদ (০)
জাতীয় দল
২০০৯ স্পেন অনূর্ধ্ব-১৭ (২)
২০১০ স্পেন অনূর্ধ্ব-১৮ (৩)
২০১০–২০১২ স্পেন অনূর্ধ্ব-১৯ ১৩ (১১)
২০১৩–২০১৪ স্পেন অনূর্ধ্ব-২১ ১৩ (১৩)
২০১৪– স্পেন ২৭ (১৬)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১১ নভেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

তথ্যসূত্র

  1. "Updated squads for 2017/18 Premier League confirmed"। Premier League। ২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮
  2. "Álvaro Morata: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.