আলতামিরা গুহা

আলতামিরা গুহা ১৮৭৯ সালে স্পেনের উত্তরে আবিষ্কৃত হয়। এর ছাদে একটি বাইসনের ছবি সংবলিত একিট গুহাচিত্র আকা আছে। ধারণা করা হয় ছবিটি খ্রীস্টপূর্ব ১৬৫০০ থেকে ১৪০০০ অব্দের মাঝামাঝি কোনো সময়ে আঁকা হয়েছিল। এটাই প্রথম গুহা যেখানে গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে (তবে প্রস্তর চিত্র বিবেচনায় দ্বিতীয় গুহা, প্রথম গুহাটি আষ্কিৃত হয় ১৮৬৭ সালে ভারতে)। যখন ১৮৮০ সালে আবিষ্কারটি জনসম্মুখে আনা হয় তখন সমালোচনার জন্ম হয়। কারণ বিংশ শতকের অনেক বিশেষজ্ঞই বিশ্বাস করেননি যে প্রাগৈতিহাসিক মানবেরা এই ধরনের শিল্পিসুলভ ব্যবহারের জন্য যথেষ্ট জ্ঞান ও বুদ্ধির অধিকারি ছিল। পরে ১৯৯২ সালে এর সত্যতা স্বীকৃত হয়। পাশাপাশি প্রাগৈতিহাসিক মানুষের সম্পর্কে প্রচলিত ধারণার পরিবর্তন হয়। গুহাটি ১০০০ মিটার দীর্ঘ্য।[2]

আলতামিরা গুহায় পুরাতন প্রস্তরযুগে আঁকা গুহাচিত্র, উত্তর স্পেন
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
অবস্থানস্পেন [1]
আয়তন
মানদণ্ডi, iii
তথ্যসূত্র310
স্থানাঙ্ক৪৩°২২′৩৭″ উত্তর ৪°০৭′১১″ পশ্চিম
শিলালিপির ইতিহাস১৯৮৫ (9th সভা)
প্রসারণ২০০৮
আলতামিরা গুহার অবস্থান

তথ্যসূত্র

  1. https://tools.wmflabs.org/heritage/api/api.php?action=search&format=json&srcountry=es&srlang=es&srid=RI-51-0000266; মনুমেন্টস ডেটাবেজ; প্রকাশনার তারিখ: 13 নভেম্বর 2017.
  2. Ian Chilvers, সম্পাদক (২০০৪)। "Altamira"। The Concise Oxford Dictionary of Art (3rd সংস্করণ)। [Oxford]: Oxford University Press। পৃষ্ঠা 18। আইএসবিএন 0-19-860476-9।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.