আরমান কোহলি

আরমান কোহলী (২৩শে মার্চ, ১৯৬৬) [1] হলেন একজন ইন্ডিয়ান অভিনেতা। তিনি ছবি পরিচালক রাজকুমার কোহলী এবং নায়িকা নিশির ছেলে। তার বাবার পরিচালিত বদলে কি আগ (১৯৮২) ও রাজ তিলক (১৯৮৪) নামক দুটি ছবিতে শিশু শিল্পী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন। তবে তিনি ১৯৯২ সালে তার পিতা কর্তৃক পরিচালিত বিরোধী ছবিতে প্রথমবারের মত নায়ক হিসেবে পদার্পণ করেন।

আরমান কোহলী
২০১৩ সালে আন্তর্জাতিক বিমানবন্দরে আরমান কোহলী
জন্ম (1966-03-23) ২৩ মার্চ ১৯৬৬[1]
ভারত
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৮২ সাল – ১৯৮৪ সাল,
১৯৯২ সাল– ২০০৩ সাল,
২০১৩ সাল– বর্তমান

আরমান প্রয়াত দিব্যা ভারতীর বিপরীতে দিওয়ানা ছবির জন্য মনোনীত হন, কিন্তু ছবিটির প্রথম শুটিং সমাপ্তির পরই তিনি ছবিটি ছেড়ে দেন এবং পরে শাহরুখ খান তার পরিবর্তন হিসেবে অভিনয় করেন,[2] এবং ছবিটি সেসময় আরমানের জন্য কাকতালীয়ভাবে ব্লকবাস্টার হিট হিসেবে পরিগণিত হয়েছিল।

তিনি আরো অন্যান্য ছবিতে ১৯৯০ এর দশকে দুশমন জামানা (১৯৯২), ওউলাদ কে দুশমন (১৯৯৩) এবং কাহার (১৯৯৭)। পাঁচ বছর পর তিনি তারকাবহুল যানি দুশমনঃ এক আনোখী কাহানি ছবি দিয়ে আবার ফিরে আসেন।[3][4] ২০০২ সালে তার গাড়ি এক পথচারীকে আঘাত করার ঘটনায় তিনি আলোচনায় চলে আসেন।[5] ২০০৩ সালে এলওসিঃ কার্গিল ছবিতে তার শেষ উপস্থিতি লক্ষ করা যায়।

২০১৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি বিগ বস ৭ নামক একটি রিয়্যালিটি শো’তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। রিয়্যালিটি শো চলাকালীন ১৬ই ডিসেম্বর ২০১৩, সহ-প্রতিযোগী সোফিয়া হায়াত-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনলে তাঁকে গ্রেপ্তার করা হয়।[6][7]
তবে পরের দিনই তাঁকে জামিনে ছেড়ে দেয়া হয়।[8] তাঁকে ২২শে ডিসেম্বর থেকে শো’টিতে অবাঞ্ছিত রাখা হয়।

১২ বছর পর রাজশ্রী প্রোডাকশনস্‌ সালমান খান প্রেম রতন ধন পায়ো ছবির মাধ্যমে বলিউডে ফিরে আসেন, ছবিটি মুক্তি পায় ১২ নভেম্বর ২০১৫।[9]

তথ্যসূত্র

  1. "'Bigg Boss 7': Armaan Kohli's father clarifies son's 'exact age'".india.com। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৩
  2. "Arman Kohli Breaks Silence On Losing Out Deewana To Shah Rukh Khan"। bollywoodhungama। সংগ্রহের তারিখ ২০১৫-১১-১২
  3. "The prodigal son returns-Raj Kumar Kohli launches his son. Again"। rediff। ১২ আগস্ট ২০০২। সংগ্রহের তারিখ ২০১২-১০-০৯
  4. "Raj Kumar Kohli attempts to re-launch his son"। indiatimes। ১৪ আগস্ট ২০০২। সংগ্রহের তারিখ ২০১২-১০-০৯
  5. "Actor Armaan Kohli held for hit-and-run accident"। indiatimes। ১৮ ডিসে ২০০২। সংগ্রহের তারিখ ২০১২-১০-০৯
  6. "Armaan Kohli, Bigg Boss Season 7 participant, arrested for alleged physical abuse"
  7. "অভিনেতা আরমান কোহলি গ্রেপ্তার"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৩-১২-১৭
  8. "The Curious Case of Armaan Kohli's Arrest and Bail"Biharprabha News। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৩
  9. http://zeenews.india.com/entertainment/bollywood/armaan-kohli-shoots-for-salman-khans-prem-ratan-dhan-payo_160014.html
  10. "Celebrities – Armaan Kohli – Films"। bollywoodhungama। ১৮ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১২
  11. "'Bigg Boss 7' complete list of contestants"। Indian Express। ১৫ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৩
  12. "Expected Bigg Boss 7 contestant list revealed!"The Times of India। ১৫ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.