অপরাধী (গান)
অপরাধী হল একটি বাংলা গান, যেটি গেয়েছেন আরমান আলিফ। এই গানের কথা ও সুর করেছেন কণ্ঠশিল্পী আরমান আলিফ নিজেই। ২০১৭ সালের শেষার্ধে গানটি লেখা হয়। মাত্র ১৫ মিনিটে গানের গীতি রচনা ও সুর আরোপ করা হয়েছিল। সংগীতায়োজন করেছেন অঙ্কুর মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ ও প্রযোজনা করেছে ঈগল মিউজিক। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী। এটা প্রথম বাংলা গান, যেটি ইউটিউবের গ্লোবাল চার্টে স্থান করে নিয়েছিল।[1][2][3][4][5][6] এই গানটির জন্য, আরমান আলিফ সেরা গায়ক বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৮ এর জন্য মনোনীত হয়েছিলেন।[7]
"অপরাধী" | |
---|---|
আরমান আলিফ কর্তৃক সঙ্গীত | |
ভাষা | বাংলা |
মুক্তিপ্রাপ্ত | ২৬ এপ্রিল ২০১৮ |
দৈর্ঘ্য | ৪:২৮ |
লেবেল | ঈগল মিউজিক স্টেশন |
তথ্যসূত্র
- "'Oporadhi' makes YouTube global ranking"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯।
- "রেকর্ড গড়েই চলেছে বাংলাদেশের 'অপরাধী'"। ডয়েচে ভেলে বাংলা।
- "১৮-র আঘাতে পিছনে অ্যাডেল, টেলর সুইফ্ট"। এই সময়।
- "ভাইরাল 'অপরাধী' তৈরি মাত্র ১৫ মিনিটে, বহু অজানা কথা শোনালেন আরমান আলিফ"। নিউজ ১৮ বাংলা।
- "রেকর্ড বয় আরমান আলিফ"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯।
- "টেলর সুইফট ও অ্যাডেলের আগে বাংলাদেশের আরমান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯।
- "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮"। প্রথম আলো।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.