অপরাধী (গান)

অপরাধী হল একটি বাংলা গান, যেটি গেয়েছেন আরমান আলিফ। এই গানের কথা ও সুর করেছেন কণ্ঠশিল্পী আরমান আলিফ নিজেই। ২০১৭ সালের শেষার্ধে গানটি লেখা হয়। মাত্র ১৫ মিনিটে গানের গীতি রচনা ও সুর আরোপ করা হয়েছিল। সংগীতায়োজন করেছেন অঙ্কুর মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ ও প্রযোজনা করেছে ঈগল মিউজিক। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী। এটা প্রথম বাংলা গান, যেটি ইউটিউবের গ্লোবাল চার্টে স্থান করে নিয়েছিল।[1][2][3][4][5][6] এই গানটির জন্য, আরমান আলিফ সেরা গায়ক বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৮ এর জন্য মনোনীত হয়েছিলেন।[7]

"অপরাধী"
আরমান আলিফ কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
মুক্তিপ্রাপ্ত২৬ এপ্রিল ২০১৮ (2018-04-26)
দৈর্ঘ্য:২৮
লেবেলঈগল মিউজিক স্টেশন

তথ্যসূত্র

  1. "'Oporadhi' makes YouTube global ranking"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯
  2. "রেকর্ড গড়েই চলেছে বাংলাদেশের 'অপরাধী'"ডয়েচে ভেলে বাংলা
  3. "১৮-র আঘাতে পিছনে অ্যাডেল, টেলর সুইফ্ট"এই সময়
  4. "ভাইরাল 'অপরাধী' তৈরি মাত্র ১৫ মিনিটে, বহু অজানা কথা শোনালেন আরমান আলিফ"নিউজ ১৮ বাংলা
  5. "রেকর্ড বয় আরমান আলিফ"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯
  6. "টেলর সুইফট ও অ্যাডেলের আগে বাংলাদেশের আরমান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯
  7. "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮"প্রথম আলো
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.