আয়ারল্যান্ডের অর্থনীতি

আয়ারল্যান্ডে একটি সবল বাণিজ্য-নির্ভর অর্থনীতি বিদ্যমান। ১৯৯৫-২০০০ অর্থবছরগুলিতে এর প্রবৃদ্ধির হার ছিল ১০%। কৃষি একসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত ছিল। তবে বর্তমানে শিল্পখাত অধিক গুরুত্বপূর্ণ। জিডিপির ৪৮% এবং রপ্তানির ৮০% শিল্পখাত থেকে আসে। শ্রমশক্তির ২৯% শিল্পখাতে নিয়োজিত।

আয়ারল্যান্ড-এর অর্থনীতি
অবস্থান48th
মুদ্রা1 Euro = 100 eurocent
অর্থবছরCalendar year
বাণিজ্যিক সংস্থাEU, WTO and OECD
পরিসংখ্যান
স্থুআউ€161.6 bn (2005)
স্থুআউ প্রবৃদ্ধি4.7% (2005 est.)
মাথাপিছু স্থুআউ$41,000 (2005 est.)
ক্ষেত্র অনুযায়ী স্থুআউagriculture (5%), manufacturing (46%), services (49%) (2002)
মুদ্রাস্ফীতি3.9% (2006)
দারিদ্র্যসীমার নিচে অবস্থিত জনসংখ্যা10% (1997 est.)
শ্রমশক্তি2.154 million (2006[1]
বৈদেশিক বাণিজ্য
সরকারি অর্থসংস্থান
মুদ্রা অনুল্লেখিত থাকলে তা মার্কিন ডলার এককে রয়েছে বলে ধরে নিতে হবে।

আরও দেখুন

  1. "Goal 2: People of Working Age"। Department of Social and Family Affairs Annual ReportDepartment of Social and Family Affairs। পৃষ্ঠা Page 24। ২১ নভেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০০৮ অজানা প্যারামিটার |origmonth= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.