আমিরগঞ্জ জমিদার বাড়ি
আমিরগঞ্জ জমিদার বাড়ি বাংলাদেশ এর নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। [1]
আমিরগঞ্জ জমিদার বাড়ি | |
---|---|
বিকল্প নাম | মুন্সী সায়েবুল্লাহ ভূঁইয়া জমিদার বাড়ি |
সাধারণ তথ্য | |
ধরন | বাসস্থান |
অবস্থান | রায়পুরা উপজেলা |
ঠিকানা | আমিরগঞ্জ গ্রাম |
শহর | রায়পুরা উপজেলা, নরসিংদী জেলা |
দেশ | বাংলাদেশ |
সম্পূর্ণ | ১৯২৫ |
খোলা হয়েছে | ১৯১৯ |
স্বত্বাধিকারী | সদর উদ্দীন ভূইয়া হাজীমহব্বত আলী ভূইয়া হাজী মুন্সী সায়েবুল্লাহ ভূইয়া |
কারিগরী বিবরণ | |
পদার্থ | ইট, সুরকি ও রড |
ইতিহাস
তিন ভাই জমিদার সদর উদ্দীন ভূইয়া, হাজী মহব্বত আলী ভূইয়া ও হাজী মুন্সী সায়েবুল্লাহ ভূইয়া মিলে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়ির ভবন তৈরির কাজ শুরু হয় ১৯১৯ সালে এবং শেষ ১৯২৫ সালে। এই তিন জমিদার পাট ও ঠিকাদারি ব্যবসা করতেন। যার মাধ্যমে তারা প্রচুর ধন-সম্পত্তির মালিক হন।
অবকাঠামো
বর্তমান অবস্থা
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.