আমির হোসেইন সাদেঘি

আমির হোসেইন সাদেঘি অথবা সাদেকি (ইংরেজি: Amir Hossein Sadeghi); (ফার্সি: امیرحسین صادقی, জন্মঃ সেপ্টেম্বর ৬, ১৯৮১ তেহরান, ইরান) হলেন একজন ইরানী ফুববল খেলোয়াড়; যিনি বর্তমানে ইরানিয়ান প্রিমিয়ার লীগে ইসতেঘালাল ক্লাব এর হয়ে খেলছেন। তিনি সাধারণত একজন মধ্যেমভাগের সেন্টার-ব্যাক ডিফেন্ডার হিসেবে খেলে থাকেন।

আমির হোসেইন সাদেঘি
Amir Hossein Sadeghi
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আমির হোসেইন সাদেঘি
জন্ম (1981-09-06) সেপ্টেম্বর ৬, ১৯৮১
জন্ম স্থান তেহরান, ইরান
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট   ইঞ্চি)
মাঠে অবস্থান ডিফেন্ডার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ইসতেঘালাল
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৫–১৯৯৯ শাহিন
১৯৯৯–২০০১ মঘাভেম্যাট তেহরান
২০০১–২০০৩ ইসতেঘালাল
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৩–২০১১ ইসতেঘালাল ১৫৭ (১২)
২০০৮–২০০৯মেস (লোন) ৩০ (১)
২০১১–২০১২ ট্রাকটর সাজি ৩১ (২)
২০১২– ইসতেঘালাল ৬১ (১)
জাতীয় দল
২০০৩–২০০৬ ইরান অনূর্ধ্ব-২৩ (০)
২০০৫– ইরান ২০ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২০:৫২, ১৯ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১৮:১০, ২৫ জুন ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

অর্জন

ক্লাব

ইস্তেঘালাল
  • ইরান প্রো লীগ: ২০০৩–০৪ (রানার-আপ), ২০০৫–০৬, ২০১০–১১ (রানার-আপ), ২০১২–১৩
  • হাজফি কাপ: ২০০৩–০৪ (রানার-আপ), ২০০৭–০৮
ট্রাক্টর সাজি
  • ইরান প্রো লীগ: ২০১১–১২ (রানার-আপ)

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.