আমিনুর রহমান সুলতান

আমিনুর রহমান সুলতান একজন কবি ও প্রাবন্ধিক। তার জন্ম ১৯৬৪ সালের ৩১শে ডিসেম্বর ময়মনসিংহ জেলার কাঁচামাটিয়ার কাঁদাজল বিধৌত ঈশ্বরগঞ্জ উপজেলার খৈরাটি গ্রামে। তিনি বর্তমানে বাংলা একাডেমির উপ-মহাপরিচালক হিসাবে কর্মরত রয়েছেন।

আমিনুর রহমান সুলতান
জন্ম৩১ ডিসেম্বর ১৯৬৪
খৈরাটি, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পরিচিতির কারণসাহিত্যিক

শৈশব ও শিক্ষা

তার পিতার নাম আজিজুর রহমান এবং মাতা খোদেজা খাতুন।[1][2][3] আমিনুর রহমান সুলতান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৮৭ সালে স্নাতক (সম্মান) ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ২০০১ সালে পিএইচ.ডি. উপাধি লাভ করেন।

প্রকাশিত গ্রন্থ

প্রবন্ধ ও গবেষণাগ্রন্থ

  • বাংলাদেশের কবিতা ও উপন্যাস : মুক্তিযুদ্ধের চেতনা (১৯৯৬)
  • রাজনৈতিক চেতনা : বাংলাদেশের কবিতা (১৯৯৮)
  • বাংলাদেশের উপন্যাস : নগরজীবন ও নাগরিক চেতনা (২০০৩)

কবিতাগ্রন্থ

  • জলের সিঁড়িতে পা (১৯৮৮)
  • ফিরে যাও দক্ষিণা চেয়ো না (১৯৯০)
  • চরের তিমিরে ডুবে যায় নদী (২০০০)
  • মৃন্ময় মুখোশ (২০০৩)
  • পানসি যাবে না সাঁতার যাবে (২০০৭)
  • সাধুর কর (২০১০)
  • কবিতাসংগ্রহ (২০১০)

কাব্যনাটক

  • ঘর বারান্দার আলোআধার (২০০৬)।

পুরস্কার ও সম্মাননা

  • ময়মনসিংহ লোকসাহিত্য ও সংস্কৃতি পুরস্কার (২০০৬)
  • ময়মনসিংহ সাহিত্য সাংস্কৃতিক সংস্থা সম্মাননা (১৯৯০)
  • কবিতা সংক্রান্তি সম্মাননা (২০০৭)

তথ্যসূত্র

  1. http://dainikamadershomoy.com/todays-paper/features/lekhalekhi/123920/স্টল-বরাদ্দের-ক্ষেত্রে-শহর-মফস্বল-বলে-কিছু-নেই
  2. http://oldsite.dailyjanakantha.com/news_view.php?nc=37&dd=2010-11-05&ni=38468%5B%5D
  3. https://www.prothomalo.com/bangladesh/article/437677
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.