আব্দেলআজিজ তুইলবিনি

আব্দেলআজিজ তুইলবিনি (জন্ম ১৬ই অক্টোবর, ১৯৭৮) একজন আলজেরীয় মুষ্টিযোদ্ধা। ২০০৮ অলিম্পিকের হেভিওয়েট বিভাগে তিনি প্রতিদ্বন্দ্ব্ব্ব্বিতা করার যোগ্যতা অর্জন করেছিলেন।

আব্দেলআজিজ তুইলবিনি
পরিসংখ্যান
বিবেচনা/গণ্য৯১ কিলোগ্রাম (২০১ পা)
উচ্চতা১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
জাতীয়তা আলজেরিয়া

২০০৭ সারা আফ্রিকা গেমসে হেভিওয়েটে চ্যাম্পিয়ন মুরাদ সাহরাউই-এর কাছে, তিনি সেমিফাইনালে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।

অলিম্পিকের যোগ্যতাপর্বে তুইলবিনি ডেভিড অ্যাসিনি ও মহম্মদ আরজাউইকে পরাজিত করেন। তার অলিম্পিকে অভিষেক হয় দিওন্তে উইল্ডারের কাছে ৪:১০ ফলে পরাজয় দিয়ে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.