আবু সাঈদ
আবু সাঈদ (জন্ম ১ নভেম্বর ১৯৪৫) একজন বাংলাদেশী রাজনীতিবিদ যিনি বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।
আবু সাঈদ | |
---|---|
![]() অধ্যাপক ডক্টর আবু সাঈদ | |
তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ | |
কাজের মেয়াদ জুন ১৯৯৬ – ১৬ জুলাই ২০০১ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | পাবনা, বাংলাদেশ | ১ নভেম্বর ১৯৪৫
রাজনৈতিক দল | গণফোরাম, বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
কর্মজীবন
আবু সাঈদ জুন ১৯৯৬ সালে থেকে জুলাই ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। আবু সাঈদ ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ছিলেন ১৯৭২ সালে গঠিত ৩৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন।[1] ১৯৭৫ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাবনা জেলার গভর্নর নিযুক্ত হন। তিনি সামরিক শাসকের একজন কঠোর সমালোচক ছিলেন।[2] ২০১৩ সালে আবু সায়ীদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন তার পিএইচডি গবেষণার বিষয় ছিল ”ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ: এ ডিপলোমেটিক ওয়ার”। [1] ২০১৪ সালে আবু সায়ীদ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাবনা ১ আসনে প্রতিদ্বন্দ্বীতা করেন এবং পরাজিত হন।
তথ্যসূত্র
- "Prof Abu Sayeed attains PhD"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৮-০৪। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-১০।
- "Police confiscated books of Prof Abu Sayeed"। bdnews24.com। ২০০৫-০২-১৮। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১২।