আবলুস
আবলুস একধরনের কাষ্টল গাছ, এর কাঠের রঙ কাল । আবলুস কাঠের ঘনত্ব পানির থেকেও বেশি, তাই পানিতে ডুবে যায় । পানিতে ডুবে এরকম কাঠের সংখ্যা খুব বেশি নয় । এই কাঠ texture সূক্ষ্ম এবং মসৃন ভাবে পলিশ করা সম্ভব বলে অলঙ্কারিক কাজে এই কাঠের ব্যবহার রয়েছে ।
আবলুস | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
বিভাগ: | Magnoliophyta |
শ্রেণী: | Magnoliopsida |
বর্গ: | Ericales |
পরিবার: | Ebenaceae |
গণ: | Diospyros |
প্রজাতি: | D. ebenum |
দ্বিপদী নাম | |
Diospyros ebenum Koenig ex Retz. | |
আবলুস গাছের আদি নিবাস দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা । মধ্যম আকারের চিরহরিৎ এই কাষ্টল বৃক্ষের পাতা ৬-১৫ সেন্টিমিটার লম্বা এবং ৩-৫ সেন্টিমিটার চওড়া হয়ে থাকে । এর ফল জামের মত, ব্যাস প্রায় ২ সেন্টিমিটার । ব্রৃদ্ধির হার ধীর । শুষ্ক মধ্যম আবহাওয়া বিশিষ্ট অঞ্ছলে এই গাছ জন্মে ।
গ্যলারী
- Detail of ebony wood.
- আফ্রিকান শিল্পে আবলুস কাঠের ব্যবহার ভাস্কর্য তৈরীতে ।
- কাল দাবার ঘুটি গুলো আবলুস কাঠের তৈরি
- আবলুস কাঠে খোদাই করা হাতি
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.