আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড
আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান।[2] এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান;[3] স্থানীয় বাজারে এই কোম্পানির পণ্যটি ইগলু সুগার (Igloo Sugar) নামে প্রচলিত।[4]
স্থানীয় নাম | ঈগলু সুগার মিলস |
---|---|
বেসরকারি | |
শিল্প | চিনি শিল্প |
প্রতিষ্ঠাকাল | ২০০৬ |
সদরদপ্তর | মেঘনা ঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, বাংলাদেশ |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | আবদুল মোনেম, ব্যবস্থাপনা পরিচালক[1] |
পণ্যসমূহ | চিনি |
মালিক | আবদুল মোনেম লিমিটেড |
মূল প্রতিষ্ঠান | আবদুল মোনেম লিমিটেড |
ওয়েবসাইট | amlbd.com |
অবস্থান
বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের মেঘনা ঘাট এলাকায় এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত।[5]
অবকাঠামো
এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি পরিশোধন কারখানা, বর্জ্য পরিশোধনাগার,[5] অফিস ও আবাসন ভাবনের সমন্বয়ে গঠিত।
উৎপাদন ক্ষমতা
এই মিলটি আমদানীকৃত র' সুগার থেকে দৈনিক ১,০০০ মে. টন এবং বার্ষিক ৩ লাখ মেট্রিক টন পরিশোধিত চিনি উৎপাদনে সক্ষম।[4][6][7]
উৎপাদিত পণ্য
আবদুল মোনেম সুগার রিফাইনারি মিলস বিদেশ থেকে অপরিশোধিত চিনি ('র সুগার) আমদানী করে তা পরিশোধন (রিফাইন্ড) করে প্যাকেটজাত করার মাধ্যমে বাজারজাত করে থাকে এবং স্থানীয় চাহিদার ১৪ শতাংশ এককভাবে পূর্ণ করে।[8]
আরও দেখুন
তথ্যসূত্র
- "দেশের ৫৬ শিল্পোদ্যোক্তা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি-শিল্প) মর্যাদা পেলেন"। বিএনএন অনলাইন২৪.কম, ৭ মে ২০১৫। ২৩ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৫।
- "রাষ্ট্রায়ত্ত ১৫ চিনিকলে লোকসান ৫২৮ কোটি ২৭ লাখ টাকা"। দৈনিক নয়া দিগন্ত, ১৯ সেপ্টেম্বর ২০১৪। ৩০ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৫।
- "বাজারে অস্থিতিশীলতা রোধে চিনি আমদানিতে কোটা"। দৈনিক বণিক বার্তা, ২৫ মার্চ ২০১৫। ২০১৫-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৫।
- "কোম্পানি প্রোফাইল"। আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড, ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৫।
- "নারায়ণগঞ্জে মোনেম সুগার রিফাইনারিকে ২৩ লাখ টাকা জরিমানা"। দৈনিক জনকন্ঠ, ১৪ আগষ্ট ২০১২। ২০১৬-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৫।
- "রফতানি অথবা ভর্তুকি নইলে উৎপাদন বন্ধ!"। দৈনিক ডেসটিনি। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫।
- "চিনি রপ্তানির তোড়জোড়"। দৈনিক যায় যায় দিন। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫।
- "রমজানে চিনির দাম বাড়ানোর পাঁয়তারা"। দৈনিক আলোকিত বাংলাদেশ, ০২ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫।