আবদুল মোতালেব সরদার

আবদুল মোতালেব সরদার(ইংরেজি: Abdul Motaled Sardar) (জন্ম: ১ নভেম্বর, ১৯০০ ব্রিটিশ ভারতের শরীয়তপুর জেলার শখিপুর থানাধীন সরদার কান্দি গ্রামে, মৃত্যু: ৯ ডিসেম্বর,১৯৮০ নারায়ণগঞ্জ) একজন ব্রিটিশ ভারতীয় ফুটবলার ও লোকসংগীত শিল্পী ছিলেন। পিতা গফুর আলি সরদার । তিনি কলকাতা মোহামেডান ক্লাবের মিড ফিল্ডার ছিলেন। ফুটবল খেলার পাশাপাশি তিনি গান লেখা, সুর করা ও পরিবেশন করার ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছিলেন । তার লেখা অনেক গান সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে। মহাত্মা গান্ধী, পির বাদশা মিয়া, শেরে বাংলা প্রমুখ নেতাদের সামনে তিনি নিজের লেখা গান গেয়ে শুনিয়েছেন ।

আবদুল মোতালেব সরদার
জন্ম১ নভেম্বর, ১৯০০
সরদার বাড়ী, সখিপুর, শরীয়তপুর ব্রিটিশ ভারত
মৃত্যু৯ ডিসেম্বর, ১৯৮০
জাতীয়তাব্রিটিশ ভারতীয় (১৯০০-১৯৪৭)
পাকিস্তানী (১৯৪৭-১৯৭১)
বাংলাদেশী (১৯৭১-১৯৮০)
নাগরিকত্বব্রিটিশ ভারতীয়(বর্তমান বাংলাদেশ)
পেশাখেলোয়াড়
পরিচিতির কারণব্রিটিশ ভারতীয় ফুটবলার
সন্তানআবদুল মোতালেব সরদারের ৬ ছেলে

১)ইমামুল হক সরদার ২)নাইমুল কবির সরদার ৩)নুরুল কবির সরদার ৪)এস এম জাকারিয়া ৫)এস এম ফেরদৌস

৬)সাইফুল আলম সরদার

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.