আনোয়ারা বেগম (শিক্ষাবিদ)
আনোয়ারা বেগম একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি বাংলাদেশের প্রথম নারী উপাচার্য। ২০০৬ সালে শিক্ষা ক্ষেত্রে তার বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একুশে পদক প্রদান করা হয়। [1] তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী।
আনোয়ারা বেগম | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | শিক্ষাবিদ |
পরিচিতির কারণ | বাংলাদেশের প্রথম নারী উপাচার্য |
পেশা জীবন
আনোয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে তিনি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। আনোয়ারা বেগম ট্রাস্টি বোর্ডের প্রথম চেয়ারম্যান এবং ঢাকার অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ।
ব্যক্তিগত জীবন
আনোয়ারা বেগম ও তার স্বামী ইয়াজুদ্দিন আহমেদের একটি ছেলে রয়েছে, মতিয়াজ আহমেদ বাবু।
তথ্যসূত্র
- "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ"। বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ জুন ২০, ২০১৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.