আনসার আহমেদ
আনসার আহমেদ (১৯৪৭-২০১৪) বাংলাদেশের জাতীয় পার্টির রাজনীতিবিদ ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সাংসদ। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[1][2]
আনসার আহমেদ | |
---|---|
![]() | |
কুমিল্লা-৮ আসনের সাবেক সাংসদ | |
কাজের মেয়াদ ১ম ও ২য় | |
কাজের মেয়াদ ১৯৮৬ – ১৯৯১ | |
পূর্বসূরী | আব্দুর রশীদ |
উত্তরসূরী | আকবর হোসেন |
কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান | |
কাজের মেয়াদ ১৯৯০ – ১৯৯১ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪৭ কুমিল্লা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২৪ জুন ২০১৪ শমরিতা হাসপাতাল, ঢাকা |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
সন্তান | রিফাত আনসার সুমি (মেয়ে) আঞ্জাম আনসার বাজু (বড় ছেলে) |
পিতামাতা | হাজী তারু মিয়া |
জন্ম ও প্রাথমিক জীবন
আনসার আহমেদ ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। কুমিল্লা পৌরসভার প্রথম মুসলমান চেয়ারম্যান কংগ্রেস সংগঠক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা প্রয়াত হাজী তারু মিয়ার তৃতীয় ছেলে তিনি।
রাজনৈতিক ও কর্মজীবন
আনসার আহমেদ বাবার পথ ধরেই রাজনীতির সাথে যুক্ত হন। তিনি ১৯৬৫ সালে ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬৯ সালে ছাত্রলীগে যোগ দিয়ে বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালিন সময়ে ভারতের মেলাঘরে অবস্থিত ইয়ূথ ক্যাম্পের পলিটেক্যাল মটিভেটরের দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তিনি সাপ্তাহিক প্রতিনিধি নামে একটি পত্রিকাও প্রকাশ করতেন। দেশ স্বাধীনের পর জাসদের রাজনীতির সাথে যুক্ত হন। এরশাদ ক্ষমতায় আসলে তিনি জাতীয় পার্টিতে যোগদেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯০ সালে কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নয় মাস দায়িত্ব পালন করেন।
মৃত্যু
আনসার আহমেদ ২৪ জুন ২০১৪ সালে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[3][4]
তথ্যসূত্র
- "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৯।
- প্রতিনিধি, কুমিল্লা; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "মারা গেছেন কুমিল্লার সাবেক সাংসদ আনসার আহমেদ"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬।
- "আনসার আহমেদ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬।