আধাসামরিক

আধাসামরিক বা প্যারামিলিটারি হলো একটি আধা সামরিকায়িত বাহিনী যাদের সাংগঠনিক গঠন, কার্যপদ্ধতি, প্রশিক্ষণ, উপসংস্কৃতি এবং প্রায়ক্ষেত্রে কার্যক্রমসমূহ পেশাদারী সামরিক বাহিনীর মত, কিন্তু আনুষ্ঠানিকভাবে সরকারের সশস্ত্র বাহিনীর অংশ নয়।[1]

বাংলাদেশের আধাসামরিক সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ

প্রকারভেদ

সংজ্ঞানুযায়ী আধাসামরিক বা প্যারামিলিটারির মধ্যে অন্তর্ভূক্ত:

  • অনিয়মিত সামরিক বাহিনী: সেনাদল, গেরিলা, বিদ্রোহী, সন্ত্রাসী, ও অন্যান্য।
  • রাষ্ট্রিয় সামরিক বাহিনীর সহায়ক বাহিনী: ন্যাশনাল গার্ড, প্রেসিডেশিয়াল গার্ড, রিপাবলিকান গার্ড, স্টেট ডিফেন্স ফোর্স, হোম গার্ড ও ইম্পেরিয়াল গার্ড
  • কিছু পুলিশ বাহিনী, যেমন সোয়াট টিম
  • জেন্ডারম্যারি, যেমন মিশরীয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও রাশিয়ার ন্যাশনাল গার্ড।
  • সীমান্ত রক্ষী, যেমন বর্ডার গার্ড বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রোটেক্টিভ ফোর্স।

প্যারামিলিটারি বাহিনীর উদাহরণ

তথ্যসূত্র

  1. "paramilitary"অক্সফোর্ড ইংরেজি অভিধান (৩য় সংস্করণ)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। জুন ২০১১ [অনলাইন সংস্করণ; জুন ২০০৫]। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮Designating, of, or relating to a force or unit whose function and organization are analogous or ancillary to those of a professional military force, but which is not regarded as having professional or legitimate status.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.