আঞ্জুমান (১৯৯৫-এর চলচ্চিত্র)

আঞ্জুমান হল ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন হাফিজউদ্দিন এবং কাহিনী ও সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাবনাজ এবং অন্যান্য শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাহীন আলম, সংগীতা ও হুমায়ুন ফরীদি।

আঞ্জুমান
আঞ্জুমান চলচ্চিত্রের পোস্টার
পরিচালকহাফিজউদ্দিন
রচয়িতাছটকু আহমেদ (সংলাপ)
চিত্রনাট্যকারহাফিজউদ্দিন
কাহিনীকারছটকু আহমেদ
শ্রেষ্ঠাংশে
সুরকারসুবল দাস
চিত্রগ্রাহকআলমগীর খসরু
সম্পাদকমুজিবুর রহমান দুলু
প্রযোজনা
কোম্পানি
লায়ন মুভিজ লিঃ
পরিবেশকলায়ন মুভিজ লিঃ
মুক্তি
  • ১৮ আগস্ট ১৯৯৫ (1995-08-18)[1]
দৈর্ঘ্য১৫০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ১৯৯৫ সালের ১৮ই আগস্ট বাংলাদেশে মুক্তি পায়।

কুশীলব

  • সালমান শাহ - সালমান
  • শাবনাজ - আঞ্জুমান
  • শাহীন আলম - নয়ন / রকি
  • সংগীতা
  • হুমায়ুন ফরীদি
  • আহমেদ শরীফ
  • মনিরুজ্জামান রাজ
  • খুরশীদুজ্জামান উৎপল - হাসান
  • ডলি জহুর
  • রীনা খান - সোনিয়া
  • দুলারী
  • কারিশমা
  • নীলম
  • স্বপ্না
  • আবদুস সালাম
  • হাফিজউদ্দিন
  • নূর মোহাম্মদ
  • সৈয়দ আক্তার আলী - আবদুল
  • মঞ্জুর হোসেন
  • সিরাজ হায়দার
  • সুভাশিস সরকার
  • জামিলুর রহমান শাখা - ডাক্তার

এছাড়া আরও অপ্রধান চরিত্রে অভিনয় করেছেন কাজল, মিঠু, শেখর, চুন্নু, আমীর, ব্রুসলী, মাহবুব, আকবর, মকবুল, রানা, পারুল, আঁখি, রিনা, ও মুক্তা, এবং শিশু শিল্পী ভূমিকায় অভিনয় করেছেন তানি, পপি ও সীমা।

সঙ্গীত

আঞ্জুমান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সুবল দাস। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার, মাসুদ করিম, মনিরুজ্জামান মনির ও মারুফ আহমেদ। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, এন্ড্রু কিশোর, হানিফ মোহাম্মদ ও রীতা সেন।

গানের তালিকা

নং.শিরোনামসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."এতো বড় দুনিয়াতে"সুবল দাসসাবিনা ইয়াসমিনরুনা লায়লা 
২."কে হবে জানি না"সুবল দাসএন্ড্রু কিশোর 
৩."টাকার এই খেলাতে"সুবল দাসএন্ড্রু কিশোর 
৪."তোমারই প্রেম পড়েছি আমি"সুবল দাসএন্ড্রু কিশোর ও রুনা লায়লা 
৫."আমি নীড় হারা সেই পাখি"সুবল দাসহানিফ মোহাম্মদ 

তথ্যসূত্র

  1. "Archive Movie List - 1995"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.