আজহারউদ্দিন মোহাম্মদ ইসমাইল
আজহারউদ্দিন মোহাম্মদ ইসমাইল (ইংরেজি: Azharuddin Mohammed Ismail); (মারাঠি: अझहरुद्दीन मोहाम्मद इस्मैल) (জন্ম ১৯৯৮) হলেন একজন ভারতীয় শিশু অভিনেতা, যিনি অস্কার বিজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নেয়ার (২০০৮) সালে সেলিম মালিক সর্বকনিষ্ঠ সংস্করণে অসাধারণ অভিনয় করেন যার র্স্বীকৃতিস্বরুপ স্ক্রিন অভিনেতা গিল্ড পুরস্কার জিতে নেন। চলচ্চিত্রটির অভূতপূর্ব সাফল্যের পরে, তিনি বলিউড ফিল্ম কাল কিসনে দেখা (২০০৯) অভিনয়ের জন্য মনোনিত করা হয়।
আজহারউদ্দিন ইসমাইল | |
---|---|
জন্ম | আজহারউদ্দিন মোহাম্মদ ইসমাইল ১৯৯৮ (বয়স ২০–২১) |
কার্যকাল | ২০০৮–বর্তমান |
অভিনয় জীবন
স্লামডগ মিলিয়নেয়ার তার অভিনয়ের জন্য প্রযোজকরা এটা খুব বেশি তাদের জীবন বিকৃত করবে ভয়ে ছবিতে বাস্তব বস্তিতে বাচ্চাদের ব্যবহার করা হবে কিনা তান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন।[1] অন্যান্যদের সাথে আজহারউদ্দীন এবং রুবিনা আলী উভয়ই ৮১ তম এ্যাকাডেমী পুরস্কার অংশগ্রহণ করেন।[2]
পুরস্কার এবং সম্মান
বিজয়ী
- ২০০৯: স্লামডগ মিলিয়নেয়ার চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য স্ত্রীণ একটর গিল্ড এ্যাওয়ার্ড[3]
মনোনয়ন
- ২০০৮: স্লামডগ মিলিয়নেয়ার - ব্লাক রিয়েৰল এ্যাওয়ার্ড ২০০৮।[4]
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | নোট |
---|---|---|---|---|
২০০৮ | স্লামডগ মিলিয়নেয়ার | শিশু সেলিম | ইংরেজি এবং হিন্দি | স্লামডগ ক্রোড়পতি (হিন্দি) এবং নানাম কোদেসওরান (তামিল) |
২০০৯ | কাল কিসনে দেখা | হিন্দি | ক্যামিও |
তথ্যসূত্র
- "Slumdog stars return to reality" The Sun
- "Two Mumbai slum kids set for fairytale journey to Oscars"। Indo-Asian News Service। ১৯ ফেব্রুয়ারি ২০০৯। ২০০৯-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২০।
- "15th Annual SAG Awards, Recipients Announced!"। ২৫ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২৫।
- "Cadillac, Slumdog & Bees are Triple Threats Black Reel Awards"। Daily Express। ২০০৮-১২-১৫। সংগ্রহের তারিখ ২০০৮-০২-২৩।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.