আগ্নেয়াস্ত্র
আগ্নেয়াস্ত্র এক প্রকার হাতিয়ার যা নিয়ন্ত্রিত বিস্ফোরনের দ্বারা এক অথবা একাধিক ক্ষেপণসাধ্য বস্তূ অতি দ্রুত প্রক্ষেপ করতে সক্ষম।[1] বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র রয়েছে৷ এদের মধ্যে উল্লেখযোগ্য হল:, একে-৪৭, এম ১৯১১, এম১৬ রাইফেল, গ্রেনেড, গ্লক ১৯ ইত্যাদি।
প্রকারভেদ
অস্ত্রকে বিভিন্ন গুনাবলী অনুসারে বিভিন্নভাবে বিভক্ত করা হয়। বিভিন্ন গুনাবলী বিশ্লেষণ শেষে আগ্নেয়াস্ত্রসমূহকে প্রধানত নিম্নোক্তভাবে বিভক্ত করা হয়।
উৎপাদক
বিশ্বে আগ্নেয়াস্ত্র উৎপাদনকারী অনেক দেশ রয়েছে৷ রাশিয়া,যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,চীন ইত্যাদি উল্লখযোগ্য৷

কোল্ট পিস্তল

TKB-059.

A Colt Single Action Army revolver

A Glock 17 semi-automatic pistol
তথ্যসূত্র
- দি চেম্বারস ডিকশোনারি, অ্যালাইনড চেম্বারস - ১৯৯৮, "আগ্নেয়াস্ত্র", পৃঃ ৭১৭
![]() |
উইকিমিডিয়া কমন্সে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.