আগুন নিয়ে খেলা

আগুন নিয়ে খেলা আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত ১৯৬৭ সালের একটি বাংলাদেশী চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন রাজ্জাক ও সুজাতা।

আগুন নিয়ে খেলা
পরিচালকআমজাদ হোসেন
নুরুল হক বাচ্চু
প্রযোজকসুমিতা দেবী
চিত্রনাট্যকারআমজাদ হোসেন
শ্রেষ্ঠাংশে
সুরকারআলতাফ মাহমুদ
চিত্রগ্রাহকসাধন রায়
পরিবেশকমিতা ফিল্মস
মুক্তি১৯৬৭
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কুশীলব

সঙ্গীত

অভিজ্ঞ গায়িকা সাবিনা ইয়াসমিনের এটি প্রথম চলচ্চিত্র প্লে-ব্যাক। পরিচালক জহির রায়হান এবং সুরকার আলতাফ মাহমুদ তাকে "মধু জোছনার দীপবালি" গানটি গাওয়ার সুযোগ দিয়েছিলেন। বেশ কয়েক দিন পর্যন্ত, তিনি ভয় ছিলেন যে তার গানটি নাও প্রকাশিত হতে পারে। তবে সঙ্গীত পরিচালক তাকে দিয়ে আরেকটি গান "একটি পাখি দুুপুর রোদে সঙ্গীহারা একা" গাওয়ান তৎকালীন প্রতিষ্ঠিত গায়ক মাহমুদুন্নবী এর সাথে।[1]

ক্রমিক গানের শিরোনাম কন্ঠশিল্পী
"একটি পাখি দুপুর রোদে সঙ্গীহারা একা" সাবিনা ইয়াসমিনমাহমুদুন্নবী
"মধু জোছনার দীপবালি" সাবিনা ইয়াসমিন

তথ্যসূত্র

  1. "Sabina Yasmin reminisces her film debut in 'Agun Niye Khela'"The Daily Star। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.