আখতার হামিদ সিদ্দিকী

মোঃ আখতার হামিদ সিদ্দিকী (জন্ম: ১৯৪৭ - মৃত্যু: ১৯ নভেম্বর, ২০১৭) তার পরিচিতি মূলক ডাক নাম 'নান্নু'।[2] বাংলাদেশের একজন খ্যাতনামা রাজনীতিবিদ। তিনি ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদের ১০ম ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।[3]

মোঃ আখতার হামিদ সিদ্দিকী
আখতার হামিদ সিদ্দিকী নান্নু
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার
কাজের মেয়াদ
২৮ অক্টোবর ২০০১  ২৫ জানুয়ারি ২০০৯
রাষ্ট্রপতিশাহাবুদ্দিন আহমেদ
একিউএম বদরুদ্দোজা চৌধুরী
জমিরুদ্দিন সরকার
ইয়াজউদ্দিন আহম্মেদ
প্রধানমন্ত্রীবেগম খালেদা জিয়া
ইয়াজউদ্দিন আহম্মেদ(তত্ত্বাবধায়ক সরকারের প্রধান)
পূর্বসূরীঅধ্যাপক আলী আশরাফ
উত্তরসূরীশওকত আলী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৭
নওগাঁ, রাজশাহী
মৃত্যু১৯ নভেম্বর, ২০১৭
ইউনাটেড হাসপাতাল, ঢাকা
জাতীয়তা বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)[1]
ধর্মইসলাম

জন্ম ও পারিবারিক পরিচিতি

আখতার হামিদের জন্ম ১৯৪৭ সালে রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়[4] তার স্ত্রী নাজনীন সিদ্দিকী, দুই ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী, মেজবাহ আরেফিন সিদ্দিকী এবং মেয়ে ফারিয়া আজীম সিদ্দিকী।

শিক্ষাজীবন

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে রাজনীতিতে প্রবেশ করেন।[5]

কর্মজীবন

রাজনৈতিক জীবন

আখতার হামিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।[6] ১৯৯১ সালের নির্বাচন থেকে শুরু করে চার বার নওগাঁ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।[7]

পুরস্কার ও সম্মাননা

২০০৪ সালে রাজশাহী বিভাগেরনওগাঁ জেলার মহাদেবপুর থানার সফাপুর ইউনিয়নে তার নামানুসারে বিনোদপুর আখতার হামিদ সিদ্দিকী টেকিনক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে।[8]

মৃত্যু

আখতার হামিদ সিদ্দিকী ২০১৭ সালের ১৯ নভেম্বর দুপুর সোয়া ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।[9][10]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তালিকা"
  2. "মহাদেবপুর থানা বিএনপি"
  3. Kantho, Kaler। "সাবেক ৪৪ মন্ত্রী-এমপিসহ ৫৪ জন দুদকের জালে - কালের কণ্ঠ"
  4. "রাজশাহী বিভাগ-এর প্রখ্যাত ব্যক্তিত্ব"। ১৬ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৫
  5. ডটকম, জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর। "আখতার হামিদ সিদ্দিকী আর নেই"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৭
  6. "Bangladesh Nationalist Party"www.bnpbd.org। ৪ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৫
  7. "নিজ গ্রামে চিরনিদ্রায় আখতার হামিদ সিদ্দিকী"NTV Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৭
  8. "বিনোদপুর আখতার হামিদ সিদ্দিকী টেকিনক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ"
  9. "সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই | banglatribune.com"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৯
  10. "আখতার হামিদ সিদ্দিকী আর নেই"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৯

বহি:সংযোগ

পূর্বসূরী:
অধ্যাপক আলী আশরাফ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার
২৮ অক্টোবর, ২০০১ - ২৫ জানুয়ারি, ২০০৯
উত্তরসূরী:
শওকত আলী
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.