আইসিকিউ

আইসিকিউ (ICQ) হল একটি তাৎক্ষণিক বার্তাপ্রদান কম্পিউটার প্রোগ্রাম যেটা প্রথম ১৯৯৬ সালে উন্নত এবং জনপ্রিয়করণ করা হল একটি ইসরাইলি কোম্পানি - "মিরাবিলিস" দ্বারা। এটির মালিকানা হস্তান্তর করা হয় এওএল -কে ১৯৯৮ সালে আর শেষে মেইল.রু-কে ২০১০ সালে।

IQ LLC
প্রাথমিক সংস্করণ১৫ নভেম্বর ১৯৯৬ (1996-11-15)
স্থায়ী মুক্তি৮.৪ বিল্ড ৭৭৮৬ / ১২ সেপ্টেম্বর ২০১৫ (2015-09-12)
অপারেটিং সিস্টেমমাইক্রোসফট উইন্ডোজ, ওএস এক্স, এনড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন, সিমবিয়ান
ধরণতাৎক্ষণিক বার্তাপ্রদান
লাইসেন্সমালিকানাধীন সফ্টওয়্যার
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.