আইয়ুবিয়া জাতীয় উদ্যান
আইয়ুবিয়া জাতীয় উদ্যান (উর্দু: ایوبیہ ملی باغ), আরো পরিচিত আয়ুবিয়া নামে (উর্দু: ایوبیہ), হচ্ছে পাকিস্তানের অ্যাবোটাবাদ জেলার খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত ৩,৩১২ হেক্টর (৮,১৮৪ একর) সুরক্ষিত একটি এলাকা।[1] এটি ১৯৮৪ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়।[2] পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রপতি মোহাম্মদ আইয়ুব খান (১৯৫৮-১৯৬৯) এর নামে পার্কটির নামকরণ করা হয়। এলাকাটি মূলত শৃঙ্খলাবদ্ধ বনরাজি ও শীতপ্রধান সমৃদ্ধ। এছাড়াও সমুদ্রতল উপরে গড় উচ্চতা ৮,০০০ ফুট (২,৪০০ মি)।[3]
আইয়ুবিয়া জাতীয় উদ্যান Ayubia National Park ایوبیہ ملی باغ | |
Protected Area | |
![]() আইয়ুবিয়া পাইন বনের দৃশ্য আইয়ুবিয়া পাইন বনের দৃশ্য | |
দেশ | পাকিস্তান |
---|---|
প্রদেশ | খাইবার পাখতুনখোয়া |
পরিসর | হিমালয় |
জেলা | অ্যাবোটাবাদ |
Elevation | ৮,০০০ ফিট (২,৪৩৮ মিটার) |
সর্বোচ্চ বিন্দু | মিরানজানি |
- উচ্চতা | ২,৯৮০ মিটার (৯,৭৭৭ ফিট) |
ক্ষেত্র | . বর্গকিলোমিটার ( বর্গমাইল) |
Biomes | তাপমাত্রা সরলবর্গীয় বন, তাপমাত্রা সূঁচালো এবং মিশ্র বন |
ভূতত্ত্ব | চুনাপাথর, Nummulite, বেলেপাথর, শীলা |
প্রতিষ্ঠিত | ১৯৮৪ |
পরিচালনা | বন্যপ্রাণী ও উদ্যান বিভাগ, খাইবার পাখতুনখোয়া সরকার |
- অবস্থান | দুঙ্গা গালি |
দৈবানুগ্রহ | |
IUCN category | V - Protected Landscape/Seascape |

আইয়ুবিয়া জাতীয় উদ্যানটি সাতটি প্রধান গ্রাম এবং ৩টি ছোট গ্রাম থান্ডিয়ানী, নাথিয়াগলি ও খানসুরের সমন্বয়ে সংগঠিত হয়েছে।[4] পার্কটি খায়রা গালি, চঙ্গলা গালি, খানসপুর ও গালিয়াতের ঘরা ঢাকা এর ৪টি ক্ষুদ্র আশ্রয়স্থলের সমন্বয়ে একটি অবকাঠামো নির্মাণ করা হয়।[5] বর্তমানে এটি খাইবার পাখতুনখোয়া সরকারের বন্যপ্রাণী ও উদ্যান বিভাগ কর্তৃক পরিচালিত হচ্ছে।
ইতিহাস
আইয়ুবিয়া জাতীয় উদ্যান ১৯৮৪ সালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পূর্ব কোণে প্রতিষ্ঠিত করা হয়। ১৯৯৮ সালে উদ্যানটির মূল আয়তন ১,৬৮৪ হেক্টর (৪,১৬১ একর)[6] অথবা ১৬.৮৪ কিমি২ (৬.৫০ মা২) থেকে ৩,৩১২ হেক্টর (৮,১৮৪ একর) এ সম্প্রসারন করা হয়। এরপর থেকে এটি খাইবার পাখতুনখোয়া বন্যপ্রাণী বিভাগের কর্তৃক পরিচালিত হয়ে আসছে। মূলত এই উদ্যানটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সামুদ্রিক বন সংরক্ষণ করা। মূলত, উদ্যানটি অবস্থান করে ছিল ৮৫৭ একর (৩.৪৭ কিমি২) এলাকার সমন্বয়ে কিন্তু ১৯৯৮ সালে এটি ১,৬৮৫ একর (৬.৮২ কিমি২) এলাকা জুড়ে বিস্তৃত করা হয়েছিল।
আইয়ুবিয়া এবং এটির আশেপাশের গ্রামগুলির মোট জনসংখ্যা ১৯৯৬ সালের আদমশুমারি অনুযায়ী ১৮,০৯৭ জনসংখ্যা রয়েছে যেখানে ২,৩১১ টি পরিবারে বসবাস করে।
জলবায়ু
উদ্যানটিতে গ্রীষ্মকালে জলবায়ু শীতল থাকে কিন্তু শীতকালে প্রখর রোদ থাকে। কেবলমাত্র মে এবং জুন মাসের মধ্যে নিশ্চিতভাবে গরম পড়ে থাকে। জুলাই মাসের শেষের দিকে এবং আগস্টের শুরুতে বর্ষার আগমন ঘটার সাথে সাথে কিছুটা ঠান্ডা নেমে আসে। শীতকালে ঠান্ডা বাতাস ধীরে ধীরে বাড়তে থাকে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমা বায়ু বৃষ্টি বর্ষণ করে থাকে যেটি অবশেষে বরফের পরিণত হয়।
বন্যপ্রাণী
উদ্যানটিতে ১০৪ প্রজাতির গাছ রয়েছে। প্রধান ফুলের প্রজাতিগুলি হলো সিডার দেবদারা, নীল পাইন, যুবতী, রূপালী ফির, ঘোড়া চিনাবাদাম ও ওক। ১৯ টি পরিবারে প্রায় ২১ টি ভেষজ ঔষধের উদ্ভিদের জন্য পরিচিত। এদের মধ্যে বেশিরভাগই জন্ডিস, আলসার, সাপের কামড়, অভ্যন্তরীণ সংক্রমণ, ডায়াবেটিস, সেরিয়াসিস এবং আরও অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
চিত্রমালা
- হিমবাহ, পর্বতমালা, ভ্যালি এবং পাহাড়।
- আইয়ুবিয়া জাতীয় উদ্যান পথ নামে পরিচিত ডোগা গালি ও আইউবিয়ার মধ্যে পথ।
- আইয়ুবিয়া জাতীয় উদ্যান পখ নামে পরিচিত দোঙা গালি ও আইয়ুবিয়ার মধ্যবর্তী পথ থেকে পর্বতমালার একটি দৃশ্য।
- ডোঙ্গা গালি ও আইয়ুবিয়ার মধ্যবর্তী পথ থেকে মেঘমালা অবলোকনের একটুি দৃশ্যে যেটি আইয়ুবিয়া জাতীয় উদ্যান পথ নামে পরিচিত।
- আইয়ুবিয়া জাতীয় উদ্যান পথ।
তথ্যসূত্র
- Khan, Ibrahim (জুলাই ১৪, ২০১০)। "Improving Sub-Watershed Management and Environmental Awareness in the Ayubia National Park"। wwf.panda.org। WWF - Pakistan। ১ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৫, ২০১০।
- "Country Report on Plant Genetic Resources for Food and Agriculture - Pakistan" (PDF)। parc.gov.pk। Pakistan Agricultural Research Council। জানুয়ারি ১৮, ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৮, ২০১০।
- "Ayubia National Park"। tourism.gov.pk। Tourism, Government of Pakistan। অক্টোবর ১৫, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৫, ২০১০।
- "Ayubia National Park"। wildlifeofpakistan.com। ২০০২। ৩১ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৪, ২০১০।
- "Ayubia National Park"। nathiagali.com। Nathiagali। আগস্ট ৪, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৫, ২০১০।
- "Review of 'Protected Areas System' in Pakistan: Present status and problems concerning future development (Page 9)" (PDF)। dergiler.ankara.edu.tr। ২০১০। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৮, ২০১০।
- "Ayubia National Park"। world-wildlife-adventures.com। World Wildlife Adventures। ডিসেম্বর ২৩, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৫, ২০১০।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে আইয়ুবিয়া জাতীয় উদ্যান সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
![]() |
উইকিভ্রমণে আইয়ুবিয়া জাতীয় উদ্যান সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে। |