আ ড্যান্স উইথ ড্রাগন্স
আ ড্যান্স উইথ ড্রাগন্স হল মার্কিন লেখক জর্জ আর. আর. মার্টিন রচিত মহাকাব্যিক কল্পনাধর্মী আ সং অব আইস অ্যান্ড ফায়ার উপন্যাস ধারাবাহিকের পরিকল্পিত সাতটি উপন্যাসের পঞ্চম উপন্যাস। এটি ২০১১ সালের ১২ জুলাই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়। কিছু অঞ্চলে বইটি ড্রিম্স অ্যান্ড ডাস্ট ও আফটার দ্য ফিস্ট নামে দুই খণ্ডে পেপারব্যাক সংস্করণ প্রকাশিত হয়। এটি এইচবিওর টেলিভিশন ধারাবাহিক গেম অব থ্রোনস প্রচারের পর প্রকাশিত এই উপন্যাস ধারাবাহিকের প্রথম বই।
লেখক | জর্জ আর. আর. মার্টিন |
---|---|
অডিও পাঠকারী | রয় ডট্রিস |
প্রচ্ছদ শিল্পী | ল্যারি রোস্ট্যান্ট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
ধারাবাহিক | আ সং অব আইস অ্যান্ড ফায়ার |
ধরন | কাল্পনিক |
প্রকাশিত | ১২ জুলাই, ২০১১ |
প্রকাশক | ভয়েজার বুকস (যুক্তরাজ্য) ব্যান্টাম স্পেক্ট্রা (যুক্তরাষ্ট্র)[1] |
মিডিয়া ধরন | মুদ্রণ (হার্ডব্যাক ও পেপারব্যাক) |
পৃষ্ঠাসংখ্যা | ১০৪০ (যুক্তরাষ্ট্র হার্ডকভার) |
পুরস্কার | লোকাস পুরস্কার (২০১২) |
আইএসবিএন | 978-0553801477 9780007456376 (যুক্তরাজ্য হার্ডব্যাক) |
ওসিএলসি | 191922936 |
ডিউই দশমিক | 813/.54 |
এলসি শ্রেণী | PS3563.A7239 D36 2011 |
পূর্ববর্তী বই | আ ফিস্ট ফর ক্রোস |
পরবর্তী বই | দ্য উইন্ড্স অব উইন্টার (আসন্ন) |
যুক্তরাষ্ট্রে ১২ জুলাই, ২০১১ হার্ডকভার প্রকাশিত হয় এবং কয়েক সপ্তাহ পরে তা পাবলিশার্স উইকলি ও ইউএসএ টুডের সর্বোচ্চ বিক্রিত তালিকায় প্রথম স্থান অধিকার করে। এই উপন্যাস অবলম্বনে গেম অব থ্রোনস টেলিভিশন ধারাবাহিকের ৫ম মৌসুম নির্মিত হয়, এছাড়া এই বইয়ের কিছু অংশ ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ মৌসুমে গৃহীত হয়।
চরিত্রাবলি
উত্তরে:
- ভূমিকা: ভ্যারামির সিক্সস্কিন্স, প্রাচীরের উত্তরে জীবিত ওয়াইল্ডলিংদের একজন[2]
- জন স্নো, নাইট্স ওয়াচের ৯৯৮তম লর্ড কমান্ডার এবং এডার্ড স্টার্কের অবৈধ সন্তান।
- ব্রান স্টার্ক, মৃত রব স্টার্কের ভাই ও তার উত্তরসূরি। প্রাচীরের বাইরে প্রাচীন এক শক্তির খোঁজ করছে, তার পরিবারের ধারণা সে মারা গেছে।
- ডেভস সিওর্থ, পূর্বে চোরাকারবারী ছিল এবং বর্তমানে রাজা স্ট্যানিস ব্যারাথিয়নের প্রতিনিধি। সম্প্রতি রাজকন্যা শিরিনের সাহায্যে পড়াশুনা শিখেছে, তাকে হোয়াইট হারবারে পাঠানো হয়েছে।
- থিয়ন গ্রেজয়, সম্প্রতি মৃত ব্যালন গ্রেজয়ের পুত্র, তার চাচার রাজ্যাভিষেকের পর সে আয়রন আইল্যান্ড থেকে পালিয়ে যায় এবং রামসি বোল্টনের হাতে ধরা পরে।
- আশা গ্রেজয়, আয়রন আইল্যান্ডের বর্তমান রাজা ইউরন গ্রেজয়ের ভাইঝি, তার চাচার রাজ্যাভিষেকের পর সে আয়রন আইল্যান্ড থেকে পালিয়ে যায়।
- মেলিসান্দ্রে, রেড গড রলোরের একনিষ্ঠ পূজক এবং স্ট্যানিসের উপদেষ্টা।
এসোসে:
- ডিনেরিস টার্গেরিয়ান, টার্গেরিয়ান রাজবংশের যুবরাজ্ঞী এবং ওয়েস্টেরসের স্বঘোষিত রাণী, বর্তমানে মিরিন শহরের রাজত্ব করছে।
- টিরিয়ন ল্যানিস্টার, ওয়েস্টেরসের রাজা টমেনের মামা, রাজহন্তা ও রাজদ্রোহের অপরাধে পলাতক, সম্প্রতি সাত রাজ্য থেকে পালিয়েছে।
- কোয়ন্টিন মার্টেল, ডোর্নের যুবরাজ ডোরান মার্টেলের বড় পুত্র, তার পিতার হয়ে পূর্বে সফরে আছেন।
- ব্যারিস্টান সেলমি, রবার্ট ব্যারাথিয়নের রক্ষীদলের সাবেক প্রধান এবং বর্তমানে ডিনেরিসের রক্ষীদলের প্রধান।
- ভিক্টোরিয়ান গ্রেজয়, আয়রন ফ্লিটের ক্যাপ্টেন, সম্প্রতি ডিনেরিসের খোঁজে বেরিয়েছেন।
- আরিয়া স্টার্ক, স্বাধীন শহর ব্রাভসে লুকিয়ে আছে, যেখানে সে ফেসলেস ম্যানের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে।
দক্ষিণে:
- অ্যারিও হোতাহ, ডোরান মার্টেলের রক্ষীদের প্রধান।
- স্যার জেমি ল্যানিস্টার, রাজরক্ষকদের সর্বাধিনায়ক, বর্তমানে রিভাররান দখল করেছেন।
- সার্সি ল্যানিস্টার, রাণী মাতা, বর্তমানে টাওয়ারের সেলে বন্দী এবং বিচারের অপেক্ষা করছে।
- শেষাঙ্ক: স্যার কেভান ল্যানিস্টার, বড় ভাই টাইউনের মৃত্যুর পর ল্যানিস্টার পরিবারের প্রধান এবং রাজা টমেনের বর্তমান প্রতিনিধি।
মূল্যায়ন
তথ্যসূত্র
- Hibberd, James (মার্চ ৩, ২০১১)। "Huge Game of Thrones news: Dance With Dragons publication date revealed! – EXCLUSIVE"। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭।
- "A Dance With Dragons: The Latest Info"। Westeros.org। ফেব্রুয়ারি ১৬, ২০১০। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭।
- Locus Publications। "Locus Online News » 2012 Locus Award Finalists"।
- Locus Publications। "Locus Online News » 2012 Locus Awards Winners"। ১৪ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭।
- "2012 Hugo Awards"। Hugo Awards। সেপ্টেম্বর ৩, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭।
- "World Fantasy Award Ballot"। World Fantasy Convention। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
- জর্জ আর. আর. মার্টিনের দাপ্তরিক ওয়েবসাইট
- আ ড্যান্স উইথ ড্রাগন্স - ইন্টারনেট স্পেকুলেটিভ ফিকশন ডেটাবেজ-এ প্রকাশনার ইতিহাস
- ইন্টারনেট বুক লিস্টে আ ড্যান্স উইথ ড্রাগন্স (ইংরেজি)
- Shippey, Tom (জুলাই ১১, ২০১১)। "A Land of Wargs And Yunkishmen"। ওয়াল স্ট্রিট জার্নাল। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭।
- Franich, Darren (জুলাই ১২, ২০১১)। "George R. R. Martin's A Dance With Dragons: The EW review"। এন্টারটেইনমেন্ট উইকলি। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭।