আ ড্যান্স উইথ ড্রাগন্‌স

আ ড্যান্স উইথ ড্রাগন্‌স হল মার্কিন লেখক জর্জ আর. আর. মার্টিন রচিত মহাকাব্যিক কল্পনাধর্মী আ সং অব আইস অ্যান্ড ফায়ার উপন্যাস ধারাবাহিকের পরিকল্পিত সাতটি উপন্যাসের পঞ্চম উপন্যাস। এটি ২০১১ সালের ১২ জুলাই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়। কিছু অঞ্চলে বইটি ড্রিম্‌স অ্যান্ড ডাস্টআফটার দ্য ফিস্ট নামে দুই খণ্ডে পেপারব্যাক সংস্করণ প্রকাশিত হয়। এটি এইচবিওর টেলিভিশন ধারাবাহিক গেম অব থ্রোনস প্রচারের পর প্রকাশিত এই উপন্যাস ধারাবাহিকের প্রথম বই।

আ ড্যান্স উইথ ড্রাগন্‌স
চিত্র:আ ড্যান্স উইথ ড্রাগন্‌স.jpg
লেখকজর্জ আর. আর. মার্টিন
অডিও পাঠকারীরয় ডট্রিস
প্রচ্ছদ শিল্পীল্যারি রোস্ট্যান্ট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
ধারাবাহিকআ সং অব আইস অ্যান্ড ফায়ার
ধরনকাল্পনিক
প্রকাশিত১২ জুলাই, ২০১১
প্রকাশকভয়েজার বুকস (যুক্তরাজ্য)
ব্যান্টাম স্পেক্ট্রা (যুক্তরাষ্ট্র)[1]
মিডিয়া ধরনমুদ্রণ (হার্ডব্যাক ও পেপারব্যাক)
পৃষ্ঠাসংখ্যা১০৪০ (যুক্তরাষ্ট্র হার্ডকভার)
পুরস্কারলোকাস পুরস্কার (২০১২)
আইএসবিএন978-0553801477
9780007456376 (যুক্তরাজ্য হার্ডব্যাক)
ওসিএলসি191922936
ডিউই দশমিক
813/.54
এলসি শ্রেণীPS3563.A7239 D36 2011
পূর্ববর্তী বইআ ফিস্ট ফর ক্রোস 
পরবর্তী বইদ্য উইন্ড্‌স অব উইন্টার (আসন্ন) 

যুক্তরাষ্ট্রে ১২ জুলাই, ২০১১ হার্ডকভার প্রকাশিত হয় এবং কয়েক সপ্তাহ পরে তা পাবলিশার্স উইকলিইউএসএ টুডের সর্বোচ্চ বিক্রিত তালিকায় প্রথম স্থান অধিকার করে। এই উপন্যাস অবলম্বনে গেম অব থ্রোনস টেলিভিশন ধারাবাহিকের ৫ম মৌসুম নির্মিত হয়, এছাড়া এই বইয়ের কিছু অংশ ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ মৌসুমে গৃহীত হয়।

চরিত্রাবলি

উত্তরে:

  • ভূমিকা: ভ্যারামির সিক্সস্কিন্‌স, প্রাচীরের উত্তরে জীবিত ওয়াইল্ডলিংদের একজন[2]
  • জন স্নো, নাইট্‌স ওয়াচের ৯৯৮তম লর্ড কমান্ডার এবং এডার্ড স্টার্কের অবৈধ সন্তান।
  • ব্রান স্টার্ক, মৃত রব স্টার্কের ভাই ও তার উত্তরসূরি। প্রাচীরের বাইরে প্রাচীন এক শক্তির খোঁজ করছে, তার পরিবারের ধারণা সে মারা গেছে।
  • ডেভস সিওর্থ, পূর্বে চোরাকারবারী ছিল এবং বর্তমানে রাজা স্ট্যানিস ব্যারাথিয়নের প্রতিনিধি। সম্প্রতি রাজকন্যা শিরিনের সাহায্যে পড়াশুনা শিখেছে, তাকে হোয়াইট হারবারে পাঠানো হয়েছে।
  • থিয়ন গ্রেজয়, সম্প্রতি মৃত ব্যালন গ্রেজয়ের পুত্র, তার চাচার রাজ্যাভিষেকের পর সে আয়রন আইল্যান্ড থেকে পালিয়ে যায় এবং রামসি বোল্টনের হাতে ধরা পরে।
  • আশা গ্রেজয়, আয়রন আইল্যান্ডের বর্তমান রাজা ইউরন গ্রেজয়ের ভাইঝি, তার চাচার রাজ্যাভিষেকের পর সে আয়রন আইল্যান্ড থেকে পালিয়ে যায়।
  • মেলিসান্দ্রে, রেড গড রলোরের একনিষ্ঠ পূজক এবং স্ট্যানিসের উপদেষ্টা।

এসোসে:

  • ডিনেরিস টার্গেরিয়ান, টার্গেরিয়ান রাজবংশের যুবরাজ্ঞী এবং ওয়েস্টেরসের স্বঘোষিত রাণী, বর্তমানে মিরিন শহরের রাজত্ব করছে।
  • টিরিয়ন ল্যানিস্টার, ওয়েস্টেরসের রাজা টমেনের মামা, রাজহন্তা ও রাজদ্রোহের অপরাধে পলাতক, সম্প্রতি সাত রাজ্য থেকে পালিয়েছে।
  • কোয়ন্টিন মার্টেল, ডোর্নের যুবরাজ ডোরান মার্টেলের বড় পুত্র, তার পিতার হয়ে পূর্বে সফরে আছেন।
  • ব্যারিস্টান সেলমি, রবার্ট ব্যারাথিয়নের রক্ষীদলের সাবেক প্রধান এবং বর্তমানে ডিনেরিসের রক্ষীদলের প্রধান।
  • ভিক্টোরিয়ান গ্রেজয়, আয়রন ফ্লিটের ক্যাপ্টেন, সম্প্রতি ডিনেরিসের খোঁজে বেরিয়েছেন।
  • আরিয়া স্টার্ক, স্বাধীন শহর ব্রাভসে লুকিয়ে আছে, যেখানে সে ফেসলেস ম্যানের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে।

দক্ষিণে:

  • অ্যারিও হোতাহ, ডোরান মার্টেলের রক্ষীদের প্রধান।
  • স্যার জেমি ল্যানিস্টার, রাজরক্ষকদের সর্বাধিনায়ক, বর্তমানে রিভাররান দখল করেছেন।
  • সার্সি ল্যানিস্টার, রাণী মাতা, বর্তমানে টাওয়ারের সেলে বন্দী এবং বিচারের অপেক্ষা করছে।
  • শেষাঙ্ক: স্যার কেভান ল্যানিস্টার, বড় ভাই টাইউনের মৃত্যুর পর ল্যানিস্টার পরিবারের প্রধান এবং রাজা টমেনের বর্তমান প্রতিনিধি।

মূল্যায়ন

পুরস্কার ও মনোনয়ন

  • বিজয়ী: শ্রেষ্ঠ কাল্পনিক উপন্যাসের জন্য লোকাস পুরস্কার - ২০১২[3][4]
  • মনোনীত: শ্রেষ্ঠ উপন্যাসের জন্য হুগো পুরস্কার - ২০১২[5]
  • মনোনীত: শ্রেষ্ঠ উপন্যাসের জন্য ওয়ার্ল্ড ফ্যান্টাসি পুরস্কার - ২০১২[6]

তথ্যসূত্র

  1. Hibberd, James (মার্চ ৩, ২০১১)। "Huge Game of Thrones news: Dance With Dragons publication date revealed! – EXCLUSIVE"। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭
  2. "A Dance With Dragons: The Latest Info"। Westeros.org। ফেব্রুয়ারি ১৬, ২০১০। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭
  3. Locus Publications। "Locus Online News » 2012 Locus Award Finalists"
  4. Locus Publications। "Locus Online News » 2012 Locus Awards Winners"। ১৪ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭
  5. "2012 Hugo Awards"। Hugo Awards। সেপ্টেম্বর ৩, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭
  6. "World Fantasy Award Ballot"। World Fantasy Convention। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.