অ্যাশলি কোল

অ্যাশলি কোল (জন্মঃ ২০ ডিসেম্বর, ১৯৮০) ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড়। সমালোচকরা ও সতীর্থরা তাকে তার সময়ের সেরা পেশাদার (মূলত সেরা রক্ষনভাগের খেলোয়াড়) হিসাবে বিবেচনা করা থাকে।[1][2][3][4] স্টেপ্নী, লন্ডনে জন্ম নেয়া কোল আর্সেনালের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন।

অ্যাশলি কোল
অ্যাশলি কোল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অ্যাশলি কোল
জন্ম ডিসেম্বর ২০, ১৯৮০
জন্ম স্থান লন্ডন, ইংল্যান্ড
উচ্চতা ১.৭৩ মি / ৫ ফুট ৮ ইঞ্চি
মাঠে অবস্থান লেফট ব্যাক
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৭–১৯৯৮ আর্সেনাল
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯৯৮–২০০৬ আর্সেনাল ১৫৬ (৮)
১৯৯৯–২০০০ক্রিস্টাল প্যালেস (ধার) ১৪ (১)
২০০৬–২০১৪ চেলসি ২২৯ (৭)
২০১৪– রোমা (০)
জাতীয় দল
১৯৯৯ England U20 (০)
২০০২ England U21 (১)
২০০১–২০১৪ ইংল্যান্ড ১০৭ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২০ অক্টোবর, ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৫ মার্চ, ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

তথ্যসুত্র

বহিঃ সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.