অ্যালেক্স জেমস

অ্যালেক্স উইলসন জেম্‌স (সেপ্টেম্বর ১৪, ১৯০১- জুন ১, ১৯৫৩) একজন স্কটল্যান্ডীয় খেলোয়াড়। তিনি আর্সেনালের যেকোন সময়ের সেরা খেলোয়াড়দের অন্যতম।

অ্যালেক্স জেমস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অ্যালেক্স উইলসন জেমস
জন্ম সেপ্টেম্বর ১৪, ১৯০১
জন্ম স্থান মোসেন্ড, ল্যানারকশায়ার, স্কটল্যান্ড
মৃত্যু জুন ১, ১৯৫৩
মৃত্যুর স্থান লন্ডন, ইংল্যান্ড
মাঠে অবস্থান ফরোয়ার্ড
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি
(গোল)
১৯২২-২৫
১৯২৫-২৯
১৯২৯-৩৭
রেইথ রোভার্স এফসি
প্রিস্টন নর্থ এন্ড এফসি
আর্সেনাল
৯৮ (২৭)
১৪৭ (৫৩)
২৩১ (৩৬)
জাতীয় দল
১৯২৫-৩২ স্কটল্যান্ড জাতীয় ফুটবল দল ৮ (৩)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।
† উপস্থিতি(গোল সংখ্যা)।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.