অ্যাকসেস হলিউড
অ্যাকসেস হলিউড (ইংরেজি: Access Hollywood) হচ্ছে একটি সাপ্তাহিক মার্কিন টেলিভিশন সংবাদ অণুষ্ঠান, যা বিনোদন শিল্পের বিভিন্ন ঘটনা ও সেলিব্রেটিদের নিয়ে আলোচনা ও খবরাদি প্রকাশ করা হয়। প্রাপ্তন এন্টারটেইনমেন্ট টুনাইট অণুষ্ঠানের নির্বাহী প্রযোজক জিম ভ্যান মেসেল এটির প্রতিষ্ঠিতা, এবং বর্তমানে এটি পরিচালনা করছেন রবার্ট সিলভেরস্টেইন। অ্যাকসেস হলিউড প্রাথমিকভাবে সঙ্গীত, টেলিভিশন, এবং চলচ্চিত্র শিল্পের ওপর গুরুত্ব দিয়ে অণুষ্ঠান সাজায়।
অ্যাকসেস হলিউড | |
---|---|
উপস্থাপক | বিলি বুশ ন্যান্সি ও'ডেল |
প্রস্তুতকারক দেশ | ![]() |
মূল ভাষা | ইংরেজি |
পর্বসংখ্যা | ৩,২৬৫ (২৩ জুলাই, ২০০৭ পর্যন্ত) |
নির্মাণ | |
ব্যাপ্তিকাল | ৩০ মিনিট |
সম্প্রচার | |
মূল চ্যানেল | ব্রডকাস্ট সিন্ডিকেট |
ছবির ফরম্যাট | ৪৮০আই এসডিটিভি |
অডিও ফরম্যাট | এমটিএস স্টেরিও |
প্রথম প্রদর্শন | সেপ্টেম্বর ১৯৯৬ |
মূল প্রদর্শনী | ৯ সেপ্টেম্বর, ১৯৯৬ – বর্তমান |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
৯ সেপ্টেম্বর, ১৯৯৬-এর কার্যক্রম শুরু হয়, এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সিন্ডিকেটের আওতায় তা শুরু হয়। ২০০৩ সালে এই অণুষ্ঠানের যুক্তরাজ্য সংস্করণ শুরু হয়, এবং আইরিশ সংস্করণ শুরু হয় ২০০৬ সালে। এই তিনটি একত্রে ৩ই বা 3e নামে পরিচিত। কানাডাতে সিটিভি ১ সেপ্টেম্বর, ২০০৮ থেকে এই অণুষ্ঠানটি প্রচার করে আসছে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.