অহীন্দ্র চৌধুরী
অহীন্দ্র চৌধুরী (১২ই আগস্ট, ১৮৯৫-৫ই নভেম্বর, ১৯৭৪) বাঙালি অভিনেতা।
অহীন্দ্র চৌধুরী | |
---|---|
![]() অহীন্দ্র চৌধুরী | |
জন্ম | অহীন্দ্র চৌধুরী ১২ আগস্ট ১৮৯৫ |
মৃত্যু | ৫ নভেম্বর ১৯৭৪ ৭৯) | (বয়স
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
অভিনীত চলচ্চিত্র ও নাটক
চলচ্চিত্র:
- তটিনীর বিচার
- রাজনর্তকী
- সোনার সংসার
- শেষ উত্তর
নাটক:
- কর্ণার্জুন
- অশোক
- মিশরকুমারী
- সাজাহান
- চন্দ্রগুপ্ত
সম্মাননা
- ১৯৫৮-তে 'সঙ্গীত নাটক আকাদেমি' কর্তৃক পুরস্কৃত হন।
- ১৯৬৭-তে 'রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়' হতে ডি-লিট উপাধি গ্রহণ করেন।
- ১৯৭২-এ নাট্য শতবার্ষিকী উৎসবে স্টার থিয়েটার পদক লাভ করেন।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'গিরিশ অধ্যাপক' হিসেবে বক্তৃতা প্রদান করেন।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.