অমীশা প্যাটেল
অমীশা প্যাটেল (জন্মঃ ৯ জুন ১৯৭৫) হচ্ছেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি অল্প কিছু তেলুগু এবং তামিল চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অমীশা ২০০০ সালের হিন্দি চলচ্চিত্র কাহো না পিয়ার হে দ্বারা সিনেমা জগতে পরিচিতি লাভ করেছিলেন, চলচ্চিত্রটিতে তার সহ-শিল্পী ছিলেন ঋত্বিক রোশন এবং এটি ভালো ব্যবসাসফল হয়েছিলো এবং এটিই ছিলো অমীশা অভিনীত প্রথম চলচ্চিত্র।[1] ২০০১ সালে সানি দেওলের সঙ্গে গাদারঃ এক প্রেম কথা (হিন্দি) চলচ্চিত্রে অভিনয়ের ফলস্বরূপ তিনি 'ফিল্মফেয়ার স্পেশাল পারফর্ম্যান্স এ্যাওয়ার্ড' জেতেন এবং পরের বছর হামরাজ চলচ্চিত্রে অভিনয় করে তিনি 'ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড' এ সেরা অভিনেত্রীর নমিনেশন পেয়েছিলেন। হামরাজ চলচ্চিত্রটি ভালো ব্যবসাসফল হয়েছিলো।[2][3][3][4][5]
অমীশা প্যাটেল | |
---|---|
![]() ২০১৫ সালে প্যাটেল | |
জন্ম | অমীশা অমিত প্যাটেল ৯ জুন ১৯৭৫ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক, মডেল |
কার্যকাল | ২০০০-বর্তমান |
পিতা-মাতা | আশা প্যাটেল অমিত প্যাটল |
আত্মীয় | অস্মিত প্যাটেল (ভ্রাতা) |
তথ্যসূত্র
- "All Time Earners Inflation Adjusted (Figures in Ind Rs)"। BoxOfficeIndia.Com। সংগ্রহের তারিখ ২০০৭-০২-০৩।
- "2008's Sexiest Actresses"।
- "Bollywood's sexiest heroines"।
- "Bollywood's Hottest Bodies"। The Times of India। ১০ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Ameesha Patel birthday special: Her hot and sexy pictures"
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.