অভ্যন্তরীণভাবে উচ্ছেদকৃত জনগোষ্ঠী

অভ্যন্তরীণভাবে উচ্ছেদকৃত জনগোষ্ঠী (ইংরেজি: Internally displaced person) (IDP) যা সংক্ষেপে আইডিপি নামেও পরিচিত বলতে বোঝায় সেসকল মানুষদের যারা ঠিক শরণার্থীদের মতো দেশ ছেড়ে চলে যান না, বরং নিজেদের বাসগৃহ ত্যাগ করতে বাধ্য হয়ে দেশের সীমান্তে এসে বসবাস করতে থাকেন। ২০০৬ সালের শেষ দিকের হিসাব অণুযায়ী বিশ্বের ৫২টি দেশে প্রায় ২ কোটি ৪৫ লক্ষ উচ্ছেদ হওয়া মানুষ রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি জনগোষ্ঠী বাস করছে আফ্রিকায়। সেখানে ২১টি দেশে আইডিপি ভুক্তভোগী মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ১৪ লক্ষ।[1]

২০০৮ সালে নর্ড-কিভু যুদ্ধের সময় গুলির শব্দ শুনে উচ্ছেদ হওয়া মানুষেরা পালিয়ে যাচ্ছেন।
উগান্ডার আইডিপি ক্যাম্পের একজন দর্জি।

তথ্যসূত্র

  1. "Internal Displacement: Global Overview of Trends and Developments in 2006" (PDF)। Internal Displacement Monitoring Centre (IDMC)। April, 2007। ২০০৭-১০-২৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2007-10-23 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.