অবন্তীবর্ধন
অবন্তীবর্ধন (সংস্কৃত: अवन्तीवर्धन) বা নন্দীবর্ধন (সংস্কৃত: नन्दीवर्धन) বা বর্তিবর্ধন (সংস্কৃত: वर्तिवर्धन) প্রদ্যোত রাজবংশের অন্তিম রাজা হিসেবে অবন্তী শাসন করেন।
অবন্তীবর্ধন | |
---|---|
অবন্তীর রাজা | |
পূর্বসূরি | আর্য্যক |
উত্তরসূরি | শিশুনাগ রাজবংশ |
সংক্ষিপ্ত পরিচয়
পুরাণে আর্য্যকের পরে অবন্তী রাজ্যের পরবর্তী শাসক হিসেবে বর্তিবর্ধন বা নন্দীবর্ধনের উল্লেখ রয়েছে, কিন্তু এই নামগুলি সম্ভবতঃ অবন্তীবর্ধনের ভিন্ন নাম; কথাসরিৎসাগর অনুসারে, যিনি পালকের পুত্র বা নেপালী বৃহৎকথা অনুসারে, পালকের ভ্রাতা গোপালের পুত্র হিসেবে যিনি পরিচিত। মগধের রাজা শিশুনাগ অবন্তীবর্ধনকে পরাজিত করে অবন্তী রাজ্যকে মগধের অন্তর্ভুক্ত করেন।[1]:১৯৩-১৯৫
তথ্যসূত্র
- Raychaudhuri, H.C. (১৯৭২)। Political History of Ancient India। Calcutta: University of Calcutta।
অবন্তীবর্ধন প্রদ্যোত রাজবংশ | ||
পূর্বসূরী আর্য্যক |
অবন্তীর রাজা | উত্তরসূরী শিশুনাগ রাজবংশ |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.