অবধূত
অবধূত (১৯১০ - ১৩ এপ্রিল, ১৯৭৮) বা কালিকানন্দ অবধূত ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্রসাধক। তার প্রকৃতনাম দুলালচন্দ্র মুখোপাধ্যায়।[1][2] জন্ম কলকাতার ভবানীপুরে। পুত্র অমল মুখোপাধ্যায়ের জন্মের পর প্রথমা স্ত্রীর মৃত্যু হলে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে[3] সন্ন্যাস (অবধূত) গ্রহণ করেন। সন্ন্যাসজীবনে তার নাম হয় কালিকানন্দ অবধূত। সন্ন্যাসজীবনে তার ভৈরবী স্ত্রীও ছিল। হুগলি জেলার চুঁচুড়ায় স্বপ্রতিষ্ঠিত রুদ্রচণ্ডী মঠে তার মৃত্যু হয়।[3]
কালিকানন্দ অবধূত | |
---|---|
জন্ম | ১৯১০ |
মৃত্যু | ১৩ এপ্রিল, ১৯৭৮ |
পরিচিতির কারণ | ঔপন্যাসিক, তন্ত্রসাধক |
অবধূত ছদ্মনামে তিনি একাধিক গ্রন্থ রচনা করেছিলেন। ১৯৫৪ সালে[2] মরুতীর্থ হিংলাজ নামক উপন্যাস রচনা করে খ্যাতি অর্জন করেন।[3] এই উপন্যাসটি অবলম্বনে একটি জনপ্রিয় চলচ্চিত্রও নির্মিত হয়, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বিকাশ রায় ও উত্তমকুমার। তার অপর বিখ্যাত গ্রন্থ উদ্ধারণপুরের ঘাট (১৯৬০)।[2]
হংসনারায়ণ ভট্টাচার্য তার সম্পর্কে লিখেছেন, "উদ্ভট কাহিনী-কল্পনা, বীভৎস রস, তান্ত্রিক ধর্মসাধনার গুহ্য রহস্য ও উৎকট যৌনাচার অবধূতের রচনার বৈশিষ্ট্য, - শক্তিমত্তা সত্ত্বেও শিথিল বিন্যাস ও যৌনতার আধিক্য ত্রুটিরূপে গণ্য।"[1] শিশিরকুমার দাশের মতে, "তাঁর রচনার বৈশিষ্ট্য ভয়াবহ ও বীভৎস রসের আধিক্য। প্রবল জনপ্রিয়তা সত্ত্বেও কোনো কোনো সমালোচক তাঁর বিষয়নির্বাচন ও প্রয়োগরীতির প্রতি সংশয়ী ছিলেন।"[2]
উপন্যাসতালিকা
অবধূত রচিত উপন্যাসগুলি হল:[1]
- মরুতীর্থ হিংলাজ (জুলাই, ১৯৫৪)
- হিংলাজের পরে
- বশীকরণ
- তাহার দুই তারা (১৯৫৯)
- উদ্ধারণপুরের ঘাট (১৯৬০)
- ক্রীম (১৯৬০)
- পিয়ারী (জুলাই, ১৯৬১)
- বহুব্রীহি
- ভোরের গোধূলি
- টপ্পা ঠুংরী (১৩৭৬ বঙ্গাব্দ)
- ভূমিকা লিপি পূর্ববৎ
- কান পেতে রই
- তুমি ভুল করেছিলে
- অনাহত আহুতি
- স্বামীঘাতিনী
- ফক্করতন্ত্রম্ (১ম, ২য় ও ৩য় পর্ব)
- দুর্গম পন্থা (১৩৬৮ বঙ্গাব্দ)
- নীলকণ্ঠ হিমালয়
- মন মানে না
- সাচ্চা দরবার
- উত্তর রাম চরিত
- সুমেরু কুমেরু
- একটি মেয়ের আত্মকাহিনী
পাদটীকা
- বঙ্গসাহিত্যাভিধান, প্রথম খণ্ড, হংসনারায়ণ ভট্টাচার্য, ফার্মা কেএলএম প্রাইভেট লিমিটেড, কলকাতা, ১৯৮৭, পৃ. ৪৩
- বাংলা সাহিত্যসঙ্গী, শিশিরকুমার দাশ, সাহিত্য সংসদ, কলকাতা, ২০০৩, পৃ. ১০
- বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সাহিত্য সংসদ, ২০০২, পৃ. ২১৪