অপরাধ ও শাস্তি

অপরাধ ও শাস্তি (রুশ: Преступлéние и наказáние, উচ্চারণ: প্রিস্তুপ্‌লেনিয়ে ই নাকাজানিয়ে, আ-ধ্ব-ব: [prʲɪstʊˈplʲenʲɪje ɪ nəkɐˈzanʲɪje]) ফিওদর দস্তয়েভস্কি কর্তৃক রুশ ভাষায় রচিত ১৮৬৬ সালে প্রকাশিত উপন্যাস। এর ইংরেজি অনুবাদ ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। উপন্যাসটি সাহিত্য পত্রিকা দ্য রাশিয়ান মেসেঞ্জার-এ ১৯৬৬ সালের ১২ কিস্তিতে প্রকাশিত হয়।[1] ১৯৬৭ সালের তা একত্রে প্রকাশিত হয়। এটা দস্তয়েভস্কির সাইবেরিয়ায় নির্বাসন থেকে ১০ বছর পরে ফিরে এসে তার দ্বিতীয় দীর্ঘ উপন্যাস এবং তার পরিণত বয়সের প্রথম রচনা।[2]

অপরাধ ও শাস্তি
বাংলা সংস্করণের প্রচ্ছদ
লেখকফিওদর দস্তয়েভস্কি
মূল শিরোনামПреступление и наказание
দেশরাশিয়া
ভাষারুশ
ধারাবাহিক১২
ধরনদর্শন সম্বন্ধীয়
মনো সম্বন্ধীয়
প্রকাশকদ্য রাশিয়ান মেসেঞ্জার (কিস্তি)
প্রকাশনার তারিখ
১৯৬৬; পৃথক প্রকাশনা ১৮৬৭
ওসিএলসি26399697
ডিউই দশমিক
891.73/3 20
এলসি শ্রেণীPG3326 .P7 1993

অপরাধ ও শাস্তি উপন্যাসে সেন্ট পিটার্সবার্গের একজন দরিদ্র প্রাক্তন আইনের শিক্ষার্থী রদিও রাস্কল্‌নিকভের মানসিক ক্লেশ ও নৈতিক দুটানা ফুটে ওঠেছে, যে অর্থের জন্য একজন বিবেকবোধশূন্য মহাজনকে খুন করার পরিকল্পনা করে।

চরিত্র

  • রদিও রোমানভিচ রাস্কল্‌নিকভ - উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। ২৩ বছর বয়সী প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে বঞ্চিত। দেখতে খুবই সুদর্শন, স্বাভাবিকের চেয়ে লম্বা, কালো চোখ ও গাঢ় বাদামি চুলের অধিকারী।
  • সোফিয়া সেমিওনভনা মার্মেলাদোভা - সোনিয়া ও সোনেচ্‌কা নামেও পরিচিত, সেমিওন জাখারভিচ মার্মেলাদোভের মেয়ে, যার সাথে উপন্যাসের শুরুতেই রাস্কল্‌নিকভের সাক্ষাৎ হয়।
  • আভদত্য রোমানভা রাস্কল্‌নিকভা - রাস্কল্‌নিকভের কর্তৃত্বপূর্ণ কিন্তু দরদী বোন, দুনইয়া বা দুনেচ্‌কা নামেও ডাকা হয়।
  • পুলখেরিয়া আলেক্সাদ্রভনা রাস্কল্‌নিকভা - রাস্কল্‌নিকভের দূরসম্পর্কের আত্মীয়, আশাবাদী এবং স্নেহবতী মা।
  • দিমিত্রি প্রকফিচ ভ্রাজুমিখিন - রাজুমিখিন নামেও পরিচিত, রাস্কল্‌নিকভের বিশ্বস্ত বন্ধু এবং প্রাক্তন আইনের শিক্ষার্থী।

বাংলা অনুবাদ


চলচ্চিত্র নির্মাণ

  • রাস্কল্‌নিকভ - রবার্ট উইয়েন পরিচালিত ১৯২৩ সালের মার্কিন চলচ্চিত্র।
  • ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট - ১৯৩৫ সালের চলচ্চিত্র।
  • এগুবান সুমি ৎ বাৎসু - তেজুকা ওসামুর ১৯৫৩ সালের জাপানি মাঙ্গা।
  • ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট - লেভ কুলিদ্‌জানভ পরিচালিত ১৯৭০ সালের সোভিয়েত চলচ্চিত্র।
  • রিকস জা রাঙ্গাইস্তস - আকি করিসমাকি পরিচালিত ১৯৮৩ সালের ফিনীয় চলচ্চিত্র।
  • এলু সুত্তিনা কতে - ১৯৮৭ সালের কন্নড় চলচ্চিত্র।
  • ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট ইন সাবআরবিয়া - ২০০০ সালের মার্কিন চলচ্চিত্র।
  • ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট - বিবিসি প্রযোজিত ২০০২ সালের টেলিচলচ্চিত্র।
  • ম্যাচ পয়েন্ট - উডি অ্যালেন পরিচালিত ২০০৫ সালের চলচ্চিত্র।
  • ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট - দিমিত্রি সেতজারভ পরিচালিত ২০০৭ সালের টেলিচলচ্চিত্র।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

সমালোচনা

অনলাইন টেক্সট

মানচিত্র

পর্যালোচনা

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.