অন্বেষা দত্ত

অন্বেষা দত্ত ( অনভেষা এবং অনভেষা ডি নামেও পরিচিত) হলেন একজন ভারতীয় গায়িকা। [1] তিনি বাংলা রিয়েলিটি শো জি বাংলা সা রে গা মা পা ২০১৪ এর চ্যাম্পিয়ন ছিলেন। [2][3]

অন্বেষা দত্ত
জন্ম নামঅন্বেষা
জন্ম১৪ আগস্ট
কলকাতা, ভারত
ধরনভারতীয় শাস্ত্রীয় সংগীত, রবীন্দ্র সঙ্গীত, পপ সঙ্গীত
পেশাগায়িকা
বাদ্যযন্ত্রসমূহকণ্ঠ
কার্যকাল২০১৪ - বর্তমান
লেবেলআশা অডিও

পেশা

অন্বেশা তার ক্যারিয়ার শুরু করেছিলেন সা রে গা মা পা-তে অংশ নিয়ে। এই রিয়েলিটি শোয়ের চ্যাম্পিয়ন হওয়ার পরে তিনি ২০১৭ সালে রিক বসুর সাথে তার দ্বৈত হিট অ্যালবাম "হোক না কথা" প্রকাশ করেছিলেন। অন্বেষা তার হিট হওয়া দ্বৈত গান "সাইবান" প্রকাশ করেন যেটিতে তার সাথে কণ্ঠ দিয়েছেন রিক বসু। গানটি ইউটিউবে ১০ লক্ষবার দেখা ছাড়িয়ে যায়। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রিক বসু[4][5]

অবদান

অ্যালবাম

  • হোক না কথা (অন্বেষা এবং রিক)
  • তোমার সঙ্গে (অন্বেষা এবং রিক)

পুরস্কার এবং মনোনয়ন

  • চ্যাম্পিয়ন জি বাংলা সা রে গা মা পা ২০১৪[6]

তথ্যসূত্র

  1. "কামালগাজির অন্বেষার মুম্বই পাড়ি"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩
  2. "'সাইবা' নিয়ে হাজির অন্বেষা ও ঋক, শুনে নিন এই সিঙ্গলস"Zee24Ghanta.com। ২০১৯-০৪-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩
  3. ডেস্ক, বিনোদন। "সারেগামাপা চ্যাম্পিয়ন অন্বেষা দত্ত গাইলেন শিশিরের সঙ্গে"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩
  4. "ঋক-অন্বেষার নতুন সিঙ্গলস"bartamanpatrika.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩
  5. "অন্বেষা-ঋকের সাইবান শুনেছেন? প্লিজ, চেক"eisamay.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩
  6. "Reality show duo releases single – Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.