অক্ষয় কুমার সেন
অক্ষয় কুমার সেন (১৮৫৮ - ১৯২৩) হলেন প্রখ্যাত বাঙালি পুঁথি সাহিত্যিক ও রামকৃষ্ণ দেবের সাধক।[1] স্বামী বিবেকানন্দ রহস্যচ্ছলে তাকে ‘শাঁকচুন্নী’ নামে সম্বোধন করতেন।[1]
অক্ষয় কুমার সেন | |
---|---|
জন্ম | ১৯৫৮ |
মৃত্যু | ১৯২৩ |
জাতীয়তা | ![]() |
নাগরিকত্ব | ![]() |
পেশা | সাধক |
পরিচিতির কারণ | ‘‘শ্রীশ্রীরামকৃষ্ণ পুঁথি’’ -এর রচয়িতা |
জন্ম ও পারিবারিক পরিচিতি
অক্ষয় কুমার সেন ১৮৫৮ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ময়নাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[1] তার পিতার নাম হলধর সেন এবং মাতার নাম বিধুমুখী দেবী।[1]
শিক্ষাজীবন
কর্মজীবন
রচনাবলী
সাধক সেন তার ভাবগুরু রামকৃষ্ণ দেবকে নিয়ে ৩টি পুস্তক রচনা করেন;[2] এগুলো হলোঃ
- শ্রীশ্রীরামকৃষ্ণপুঁথি - ভগবান শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত (১৩৭২);
- শ্রীশ্রীরামকৃষ্ণমহিমা (১৩৭৬) এবং
- শ্রীশ্রীরামকৃষ্ণপুঁথি (প্রথম ও দ্বিতীয় খন্ড) গদ্যরূপ প্রবাজিকা প্রদীপ্তপ্রাণা।
আরও দেখুন
তথ্যসূত্র
- "৬৩.০১ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতে উল্লিখিত ব্যক্তিবৃন্দের পরিচয় (ক – ঞ)"। শ্রীরামকৃষ্ণ কথামৃত। ঢাকা।
- "অক্ষয়কুমার সেন"। Ramakrishna Sarada Mission Vivekananda Vidyabhavan। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
- অক্ষয়কুমার সেন (১৮৫৮ - ১৯২৩) - শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতে উল্লিখিত ব্যক্তিবৃন্দের পরিচয়।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.