অক্টেন

অক্টেন একটি আট কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটি বর্ণহীন গ্যাসীয় পদার্থ। এটি শুধু মাত্র কার্বন এবং হাইড্রোজেন এর একক বন্ধনের মাধ্যমে গঠিত। অন্যান্য হাইড্রোকার্বনের ন্যায় এর কাঠামোতে প্রতিটি কার্বন চারটি পৃথক পরমাণুর সঙ্গে বন্ধন গঠন করে। অক্টেনের রাসায়নিক সংকেতঃ C8H18

অক্টেন
নামসমূহ
ইউপ্যাক নাম
Octane[1]
শনাক্তকারী
সিএএস নম্বর
ত্রিমাত্রিক মডেল (জেমল)
থ্রিডিমেট {{{value}}}
বেইলস্টেইন রেফারেন্স 1696875
সিএইচইবিআই
সিএইচইএমবিএল
কেমস্পাইডার
ড্রাগব্যাংক
ইসিএইচএ ইনফোকার্ড ১০০.০০৩.৫৩৯
ইসি-নম্বর 203-892-1
মেলিন রেফারেন্স 82412
কেইজিজি
এমইএসএইচ {{{value}}}
পাবকেম CID
আরটিইসিএস নম্বর RG8400000
ইউএন নম্বর 1262
বৈশিষ্ট্য
C8H18
আণবিক ভর ১১৪.২৩ g·mol−১
বর্ণ Colorless liquid
গন্ধ Odorless
ঘনত্ব 0.703 g cm−3
গলনাঙ্ক −৫৭.১ °সে; −৭০.৯ °ফা; ২১৬.০ K
স্ফুটনাঙ্ক ১২৫.১ °সে; ২৫৭.১ °ফা; ৩৯৮.২ K
পানিতে দ্রাব্যতা
0.007 mg dm−3 (at 20 °C)
লগ পি 4.783
বাষ্প চাপ 1.47 kPa (at 20.0 °C)
কেএইচ 29 nmol Pa−1 kg−1
প্রতিসরাঙ্ক (nD) 1.398
সান্দ্রতা 542 μPa s (at 20 °C)
তাপ রসায়নবিদ্যা
তাপ ধারকত্ব, C 255.68 J K−1 mol−1
স্ট্যন্ডার্ড মোলার
এন্ট্রোফি
এস২৯৮
361.20 J K−1 mol−1
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfHo২৯৮ −252.1–−248.5 kJ mol−1
দহনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔcHo298 −5.53–−5.33 MJ mol−1
ঝুঁকি প্রবণতা
জিএইচএস চিত্রলিপি
জিএইচএস সাংকেতিক শব্দ DANGER
জিএইচএস বিপত্তি বিবৃতি H225, H304, H315, H336, H410
জিএইচএস সতর্কতামূলক বিবৃতি P210, P261, P273, P301+310, P331
ইইউ শ্রেণীবিভাগ (ডিএসডি)
F Xn N
আর-বাক্যাংশ আর১১, আর৩৮, আর৫০/৫৩, আর৬৫, আর৬৭
এস-বাক্যাংশ (এস২), এস১৬, এস২৯, এস৩৩
এনএফপিএ ৭০৪
3
1
0
ফ্ল্যাশ পয়েন্ট ১৩.০ °সে (৫৫.৪ °ফা; ২৮৬.১ K)
বিস্ফোরক সীমা 0.96–6.5%
সম্পর্কিত যৌগ
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
N যাচাই করুন (এটি কি YN ?)
তথ্যছক তথ্যসূত্র

নামকরণ

অজৈব রসায়নের নামকরণের আন্তর্জাতিক সংস্থা আইইউপিএসি অনুসারে অক্টেনের নামকরণ করা হয়েছে। এখানে গ্রিক শব্দ অক্ট দ্বারা যৌগে আট কার্বনের উপস্থিতি বোঝানো হয়েছে।

  • অক্টেনের রাসায়নিক সংকেতঃ C8H18
  • অক্টেনের গাঠনিক সংকেতঃ CH3-CH2-CH2- CH2- CH2- CH2- CH2-CH3

ভৌত ধর্ম

  • বর্ণ, গন্ধহীন গ্যাস;
  • পানিতে অদ্রবনীয় কিন্তু অজৈব যৌগে দ্রবনীয়;
  • তরল অবস্থায় এটি উত্তম দ্রাবকরূপে কাজ করে।

রাসায়নিক ধর্ম

  • অক্সিজেনের উপস্থিতিতে পূর্ণ দহনের ফলে কার্বন ডাই অক্সাইড, পানি ও তাপ উৎপন্ন করে।

উৎপাদন

ব্যবহার

  • অন্তর্দহ ইঞ্জিনের জ্বালানী হিসেবে ব্যবহার করা হয়।

তথ্যসূত্র

  1. "octane - Compound Summary"PubChem Compound। USA: National Center for Biotechnology Information। ১৬ সেপ্টেম্বর ২০০৪। Identification and Related Records। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.