অঘোষ ওষ্ঠ্য ঊষ্মধ্বনি
অঘোষ ওষ্ঠ্য ঊষ্মধ্বনি (ইংরেজি: Voiceless bilabial fricative) এক ধরনের ব্যঞ্জনধ্বনি, যা কোন কোন মনুষ্য কথ্য ভাষাতে ব্যবহৃত হয়। ধ্বনিটিকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালাতে ɸ প্রতীক দিয়ে নির্দেশ করা হয়, এবংX-SAMPA পদ্ধতিতে এর প্রতীক p\।
আধ্বব সংখ্যা | 126 | ||
---|---|---|---|
এনকোডিং | |||
এক্স-সাম্পা | p\ | ||
কার্শেনবম | P | ||
| |||
অডিও নমুনা | |||
source · সাহায্য |
বৈশিষ্ট্য
অঘোষ ওষ্ঠ্য ঊষ্মধ্বনির বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ:
- উচ্চারণের ধরন অনুযায়ী এটি একটি ঊষ্ম ব্যঞ্জনধ্বনি, অর্থাৎ এটির উচ্চারণস্থলে বাতাসকে একটি সরু পথের মধ্য দিয়ে প্রবাহিত হতে হয়, এবং এতে বাতাসে আন্দোলনের (turbulance) সৃষ্টি হয়।
- উচ্চারণস্থল অনুযায়ী এটি একটি ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি, অর্থাৎ এটি উভয় ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়।
- স্বননের প্রকার অনুযায়ী এটি একটি অঘোষ ধ্বনি, অর্থাৎ এটি স্বরতন্ত্রীর কম্পন ব্যতিরেকে উচ্চারিত হয়।
- এটি একটি মৌখিক ব্যঞ্জনধ্বনি, অর্থাৎ এটি উচ্চারণের সময় বাতাস মুখ দিয়ে নিঃসৃত হয়।
- এটি একটি কেন্দ্রীয় ব্যঞ্জনধ্বনি, অর্থাৎ এটি উচ্চারণের সময় বাতাস জিহ্বার মধ্যভাগের উপর দিয়ে প্রবাহিত হয়, পার্শ্ব দিয়ে নয়।
- ধ্বনিটির বায়ুপ্রবাহ কৌশল ফুসফুসীয় বহির্মুখী ধরনের, অর্থাৎ ধ্বনিটি উচ্চারণের সময় বাতাস মুখ থেকে বা কণ্ঠনালীপথ থেকে উৎপন্ন হয় না, বরং ফুসফুস থেকে উৎপন্ন হয়ে কণ্ঠনালী হয়ে বাইরের দিকে বেরিয়ে আসে।
নমুনা
ভাষা | শব্দ | আ-ধ্ব-ব | অর্থ | মন্তব্য | |
---|---|---|---|---|---|
আইনু | フチ | [ɸu̜tʃi] | 'ঠাকুমা/দিদা/নানী/দাদী' | ||
আংগর | fi | [ɸi] | 'দেহ' | ||
Ewe | éƒá | [éɸá] | 'he polished' | ||
Itelmen | чуфчуф | [tʃuɸtʃuɸ] | 'বৃষ্টি' | ||
জাপানি[1] | 腐敗/fuhai | [ɸɯhai] | 'ক্ষয়' | Allophone of /h/ before /ɯ/. See Japanese phonology | |
Kaingang | [ɸɨ] | 'seed' | |||
Kalupaya | [ɸɨ] | 'seed' | |||
Kwama | [kòːɸɛ́] | 'basket' | |||
Mao | [ʔɑ̄ˈɸɑ́ŋ] | 'empty' | |||
মাওরি | whakapapa | [ɸakapapa] | 'genealogy' | ||
Odoodee | pagai | [ɸɑgɑi] | 'coconut' | ||
স্পেনীয় | আন্দালুসীয়[2] | los viejos | [lɔ ɸjɛhɔ] | 'পুরনোগুলি' | [h]-এর পরে বসলে/b/-এর সহধ্বনি। স্পেনীয় ধ্বনিতত্ত্ব দেখুন। |
তুর্কমেন | fabrik | [ɸabrik] | 'কারখানা' |
তথ্যসূত্র
- Okada (1991:95)
- Pérez, Aguilar & Jiménez (1998:225-228)
গ্রন্থপঞ্জি
- Pérez, Ramón Morillo-Velarde; Aguilar, Rafael Cano; Jiménez, Antonio Narbona (১৯৯৮), El Español hablado en Andalucía, আইএসবিএন 84-3448-225-8
- Okada, Hideo (১৯৯১), "Phonetic Representation:Japanese", Journal of the International Phonetic Association, 21 (2): 94–97
ব্যঞ্জনধ্বনি (তালিকা, ছক) | আরও দেখুন: আ-ধ্ব-ব, স্বরধ্বনি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কিছু কিছু ব্রাউজার এই পৃষ্ঠার আ-ধ্ব-ব বর্ণগুলো ঠিক মত প্রদর্শন করতে পারবে না। এক ঘরে দুই বর্ণ থাকলে, ডানদিকের বর্ণটি ঘোষ ধ্বনি। যেসব ঘরে তারকাচিহ্ন আছে সেই ধ্বনিগুলো কোনও ভাষায় ধ্বনিমূল হিসাবে ব্যবহৃত হয় না। যেসব ঘর ছায়াবৃত করা হয়েছে সেগুলোর উচ্চারণ অসম্ভব। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.