আইনু ভাষা

আইনু ভাষা (আইনু ভাষাতে: アイヌ イタ আইনু ইতাক্‌; জাপানি ভাষায়: アイヌ語 আইনু-গো) জাপানের হোক্কাইদো দ্বীপে এবং রাশিয়ার সাখালিন দ্বীপকুরিল দ্বীপপুঞ্জে প্রচলিত একটি ভাষা। আইনু জাতির লোকের সংখ্যা প্রায় ৩০ হাজার হলেও আইনু ভাষাটিতে বর্তমানে খুবই অল্প সংখ্যক লোক কথা বলেন। প্রতিবেশী জাপানি সংস্কৃতি ও ভাষার প্রভাবে আইনু ভাষা ও সংস্কৃতি বর্তমানে বিপন্ন। ভাষাটির কোন বংশগতি নির্ণয় করা সম্ভব হয়নি, অর্থাৎ এটি একটি বিচ্ছিন্ন ভাষা।

আইনু
জাতিতত্ত্বAinu, Emishi?
ভৌগলিক বিস্তারহোক্কাইদো; অতীতে দক্ষিণ সাখালিন, কুরিল দ্বীপপুঞ্জ, কামচাটকা উপদ্বীপের প্রান্ত (বিতর্কিত), এবং হনশু দ্বীপের তোহোকু অঞ্চল (বিতর্কিত)
ভাষাগত শ্রেণীবিভাগOne of the world's primary language families
উপবিভাগ
  • Hokkaidō Ainu
  • Sakhalin Ainu
  • কুরিল আইনু
  • তারাইকা আইনু
আইএসও ৬৩৯-৩[http://www-01.sil.org/iso639-3/documentation.asp?id=ain ain ain]
গ্লোটোলগainu1240[1]
Historically attested range of the Ainu (solid red) and suspected former range (pink) based on toponymic evidence (red dots) [Vovin 1993], Matagi villages (purple dots), and Japanese isoglosses

তথ্যসূত্র

  1. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Ainu"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.