ফাতিমা

ফাতিমা বিনতে মুহাম্মদ (আরবি: فاطمة; fāṭimah; উচ্চারণ /ˈfɑːtˤɪma/; c. ৬০৫[6] বা ৬১৫[7] –৬৩২) ছিলেন ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) এবং তার প্রথম স্ত্রী খাদিজার কন্যা।[6] তিনি মুসলিম নর-নারীর কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসাবে সন্মানিত।[8] মক্কায় কোরাইশদের দ্বারা তার পিতার উপর নিযার্তন ও দুর্দশার সময় ফাতিমা সবসময় তার পাশে ছিলেন। মদিনায় হিজরতের পর তিনি হযরত মুহাম্মদ (সা.) এর চাচাত ভাই আলি ইবন আবি তালিব সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের চারটি সন্তান হয়। তার পিতার মৃত্যুর কয়েক মাস পরেই তিনি মৃত্যুবরণ করেন এবং মদিনার জান্নাতুল বাকিতে তাকে সমাধিস্থ করা হয়। তার কবরের প্রকৃত অবস্থান জানা যায় নি। অধিকাংশ শিয়ারা বিশ্বাস করে যে, প্রথম খিলাফতের বিপক্ষে হযরত আলিকে রক্ষার সময় তিনি আহত হন এবং যার পরিণতিতে তার অকাল মৃত্যু ঘটে।[6]

সৈয়দা ফাতিমা বিনতে মুহাম্মদ
আরবি: فاطمة
Kunyas
  • উম্মে আবিহা[1][2][3]
  • উম্মে আল-হাসানাহ[1]
  • উম্মে আল-হাসান[1]
  • উম্মে আল-হুসেন[1]
উপাধি
  • আল-সিদ্দিকাহ[1]
    (The Truthful Woman)
  • আল-মুবারাকাহ[1]
    (The Blessed Woman)
  • আল-তাহিরাহ[1]
    (The Pure Woman)
  • আল-জাকিয়াহ[1]
    (The Chaste/Innocent Woman)
  • আল-রাদিয়াহ[1]
    (The Satisfied Woman)
  • আল-মুহাদ্দাথাহ[1]
    (The One Spoken to by Angels)
  • আল-বাতুল[1]
    (The Chaste/The Pure)
  • আল-জহরা[1]
    (The Splendid One/The Lady of Light)
  • সৈয়দাতুন নিসা আল-আলামিন[4]
    (The Leader of The Women of The Worlds)
মর্যাদাক্রমনবী মুহাম্মদ এর কন্যা
তার পিতার সময়ে5 BH – 11 AH
তার পিতার সময় পরে৯০ দিন ১১ হি.
জন্ম২০ জামাদ-আল-আখর ৫ বিএইচ[1][5]
জন্ম স্থানMecca, Hejaz[1]
জাতিতত্ত্বহেজাজ আরব
পিতামুহাম্মদ[1]
মাতাখাদিজা[1]
ভাইতইয়াব এবং ,কাসিম
বোনজয়নব, কুলসুম ও, রুকাইয়াহ,
স্বামী/দাম্পত্যসঙ্গীআলি ইবনে আবি তালিব
সন্তানSons

মেয়ে

  • জয়নব বিনতে আলি
  • উম্মে কুলসুম বিনতে আলি
মৃত্যু১৩ জমাদিউল আউয়াল ১১ হি. (বুধবার আগস্ট ৫ ৬৩২ খ্রিষ্টাব্দ)
কবর স্থানঅজানা কিন্তু হেজাজ, মদিনা
ধর্মইসলাম
আরবি লিপিতে লেখা ফাতিমা আজ-জারাহ্‌

জন্ম

ফাতিমা ৬০৫ সালে মক্কায় খাদিজার গর্ভে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন সম্পর্কে নানা মতভেদ আছে, তবে সর্বাধিক গ্রহণযোগ্য মতে, তিনি প্রথম কুরআন অবতীর্ণ হওয়ার পাঁচ বছর পর কাবাঘর সংস্কারের সময় ৬০৫ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।,[9][10][11] শিয়া সূত্রমতে, তিনি প্রথম কুরআন অবতীর্ণ হওয়ার দুই বা পাঁচ বছর পর জন্মগ্রহণ করেন।,[7] জয়নব, রুকাইয়াহ এবং উম্মে কুলসুম এর পর ফাতিমা হযরত মুহাম্মদ (সা.) এর চতুর্থ কন্যা।[6]

বিবাহ

তার বিবাহ হয় হযরত আলির সঙ্গে। প্রিয় কন্যার বিয়ে উপলক্ষ্যে হযরত মুহাম্মদ (সা.) একটি চাদর, খেজুর পাতা ভর্তি চামড়ার একটি তোশক, আটা ভাঙানোর ২টা চাক্কি, পানির একটি মশক এবং ২টি মাটির কলসি উপহার দিয়েছিলেন। কন্যা ফাতিমা এর বিবাহ উপলক্ষে বিবাহের মজলিসে মুহাম্মদ যে সংক্ষিপ্ত ভাষণ দেন তা নারী-পুরুষের সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কের মাহাত্ম্য বিশেষভাবে তুলে ধরা হয়। এই ভাষণে তিনি বলেন, "ইজ্জত ও জালালের অধিকারী আল্লাহ ফাতিমার সঙ্গে আলিকে বিয়ে দিতে আমাকে হুকুম করেছেন। তোমরা সাক্ষ্য থাক যে, চারশ মিসকাল রুপার মোহর ধার্য করে বিয়ে সম্পাদন করেছি। অবশ্য যদি তা পরিশোধ করতে আলি রাজি থাকে।" অতঃপর আলি তা কবুল করেন এবং দোয়ার মাধ্যমে তা সমাপ্ত হয়।

তথ্যসূত্র

  1. Sharif al-Qarashi, Bāqir. The Life of Fatima az-Zahra (sa). Trans. Jāsim al-Rasheed. Qum, Iran: Ansariyan Publications, n.d. Print. Pgs. 37-41
  2. Al-Istee’ab, vol.2 Pg. 752
  3. Usd al-Ghabah, vol.5 Pg. 520
  4. http://www.al-islam.org/kaaba14/3.html%5B%5D
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৪
  6. "Fatimah", Encyclopaedia of Islam. Brill Online.
  7. Ordoni (1990) pp.42-45
  8. Fadlallah, chapter three
  9. Parsa, 2006, pp. 8-14
  10. "MSN Encarta article on Fatimah"। ২ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১০
  11. Encyclopaedia Britannica

বহিঃসংযোগ

  • Fatimah by Jean Calmard, article at Enyclopaedia Iranica

শিয়া সূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.