পর্তুগাল জাতীয় ফুটবল দল
পর্তুগালের জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের প্রতিনিধি। দলটির নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (FPF)। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে দলটি ৪র্থ অবস্থান অর্জন করে। ১৯৬৬ সালে দলটি সর্বপ্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। সেবার দলটি সেমি ফাইনাল পর্যন্ত উত্তীর্ণ হয়েছিলো, এবং ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা ঐ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ২-১ গোলে পরাজিত হয়। শেষ পর্যন্ত তৃতীয় অবস্থানে থেকে ঐ বিশ্বকাপ শেষ করে পর্তুগাল। পর্তুগালের খেলোয়াড় ইউসেবিও সেবার টুর্নামেন্ট সেরা ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেন। এরপর ১৯৮৬ ও ২০০২ সালে পর্তুগাল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলো। দুই বারেই দলটি প্রথম পর্ব থেকেই বিদায় নেয়।
![]() | |
ডাকনাম(সমূহ) | সেলেকাও দাস কুইনাস[1] |
---|---|
অ্যাসোসিয়েশন | ফেদেরাকাও পর্তুগিজা দে ফুতবল |
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) |
প্রধান কোচ | কার্লোস কুয়েইরোজ |
অধিনায়ক | ক্রিস্তিয়ানো রোনালদো |
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় | ক্রিস্তিয়ানো রোনালদো (১৪৯) |
শীর্ষ গোলদাতা | ক্রিস্তিয়ানো রোনালদো (৮১) |
ফিফা কোড | POR |
ফিফা র্যাঙ্কিং | |
বর্তমান | ৩ |
সর্বোচ্চ | ৩ (এপ্রিল ২০১০) |
সর্বনিম্ন | ৪৩ (আগস্ট ১৯৯৮) |
এলো র্যাঙ্কিং | |
বর্তমান | ১২ |
সর্বোচ্চ | ২ (জুন ২০০৬) |
সর্বনিম্ন | ৪৫ (নভেম্বর ১৯৬২) |
প্রথম আন্তর্জাতিক খেলা | |
![]() ![]() (মাদ্রিদ, স্পেন; ১৮ ডিসেম্বর, ১৯২১) | |
বৃহত্তম জয় | |
![]() ![]() (লিসবন, পর্তুগাল; ১৮ নভেম্বর, ১৯৯৪) ![]() ![]() (কোইম্ব্রা, পর্তুগাল; ৯ জুন, ১৯৯৯) ![]() ![]() (লেইরিয়া, পর্তুগাল; ১৯ নভেম্বর, ২০০৩) | |
বৃহত্তম হার | |
![]() ![]() (লিসবন, পর্তুগাল; ২৫ মে, ১৯৪৭) | |
বিশ্বকাপ | |
উপস্থিতি | ৪ (প্রথম ১৯৬৬) |
সেরা সাফল্য | তৃতীয় স্থান, ১৯৬৬ |
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ | |
উপস্থিতি | ৫ (প্রথম ১৯৮৪) |
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন, ২০১৬ |
২০০৩ সালে পর্তুগিজ ফুটবল ফেডারেশন ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী কোচ লুইজ ফিলিপ স্কোলারিকেকোচ হিসেবে নিয়োগ দেয়। স্কোলারি ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন। স্কোলারির সময় দলটি ২০০৪ সালের উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে উত্তীর্ণ হয়। যদিও ফাইনালে তারা গ্রিসের কাছে পরাজিত হয়। ২০০৮ সালে স্কোলারি ইংরেজ ফুটবল ক্লাব চেলসির দায়িত্ব নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমান। তখন পর্তুগাল জাতীয় দলের কোচ ও ম্যানেজারের দায়িত্ব পান কার্লোস কুয়েরোজ। পরবর্তীতে তার সময়েই পর্তুগাল ২০১০ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।
তথ্যসূত্র
- Selecção das Quinas refers to the five shields ("Team of the Escutcheons") or the five dots inside them ("Team of the Bezants") in the Portuguese flag, used until the 70s as the shirt badge. Refer to Flag of Portugal for symbolism associated with these bezants.
বহিঃসংযোগ
- Portuguese Football Federation official website (পর্তুগিজ)
- Portuguese National Football Team (পর্তুগিজ)
- Portuguesefutebol.com Your source for Portuguese football (in English)
- Portugoal.net | |The definitive Portuguese football site
- Portuguese football info and discussion forum
- Portugal on ESPN
- RSSSF archive of results 1921-2003
- RSSSF archive of most capped players and highest goalscorers
- RSSSF archive of coaches 1921-
- Portugal international players
- Portugal international players (পর্তুগিজ)
- 2006 World Cup match reports
- Daily Portuguese football news, discussion, stats, images, and more
- Daily Portuguese football news, live scores, standings, cups
- Euro 2008 support badge site (পর্তুগিজ)
- Full reports of all matches of Portuguese National Football Team 1921-1969