উত্তর কোরিয়া জাতীয় ফুটবল দল

উত্তর কোরিয়া জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে উত্তর কোরিয়ার প্রতিনিধি। দলটি ফিফার কাছে Korea DPR নামে পরিচিত হলেও বাইরের বিশ্বে এটি উত্তর কোরিয়া বা North Korea নামেই বেশি পরিচিত।[1]। দলটির নিয়ন্ত্রক সংস্থা উত্তর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। দলটি এখন পর্যন্ত দুইবার ফিফা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথম বার তারা খেলেছিলো ১৯৬৬ সালে, এবং দ্বিতীয়বার ২০১০ ফিফা বিশ্বকাপে। বিশ্বকাপে দলটির সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। ১৯৬৬ সালের বিশ্বকাপে দলটি এ যোগ্যতা অর্জন করে। আঞ্চলিক প্রতিযোগিতা এশিয়ান কাপেও দলটি ২ বার (১৯৮০ ও ১৯৯২) অংশগ্রহণ করেছে। এশিয়ান কাপে দলটির সর্বোচ্চ সাফল্য ১৯৮০ সালে চতুর্থ স্থান লাভ। বর্তমান দলটির বেশিরভাগ খেলোয়াড় হচ্ছে কোরীয় ও কোরিয়ায় জন্ম নেওয়া জাপানী বংশোদ্ভূত।

 উত্তর কোরিয়া
ডাকনাম(সমূহ)চোলিমা
অ্যাসোসিয়েশনউত্তর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচকিম জং-হুন
অধিনায়কহং ইয়োং-জো
স্বাগতিক স্টেডিয়ামরাংগ্রাডো মে ডে স্টেডিয়াম দ্বিতীয় কিম-সাং স্টেডিয়াম ইয়াংগাকডো স্টেডিয়াম
ফিফা কোডPRK
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান১০৫
সর্বোচ্চ৫৭ (নভেম্বর ১৯৯৩)
সর্বনিম্ন১৮১ (অক্টোবর ১৯৯৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান৮২
সর্বোচ্চ২৬ (জুলাই ১৯৯৬)
সর্বনিম্ন৯৭ (এপ্রিল ২০০৪)
প্রথম আন্তর্জাতিক খেলা
 গণচীন ০ - ১  উত্তর কোরিয়া
(বেইজিং, চীন; ৭ অক্টোবর, ১৯৫৬)
বৃহত্তম জয়
 উত্তর কোরিয়া ২১ - ০  গুয়াম
(তাইপে, তাইওয়ান; ১১ মার্চ, ২০০৫)
বৃহত্তম হার
 বুলগেরিয়া ৬ - ১
(সোফিয়া, বুলগেরিয়া; ২৫ মে, ১৯৭৪)
 পোল্যান্ড ৫ - ০  উত্তর কোরিয়া
(মন্ট্রিঅল, কানাডা; ২৫ জুলাই, ১৯৭৬)
বিশ্বকাপ
উপস্থিতি২ (প্রথম ১৯৬৬)
সেরা সাফল্যকোয়ার্টার ফাইনাল, ১৯৬৬
এফসি এশিয়ান কাপ
উপস্থিতি২ (প্রথম ১৯৮০)
সেরা সাফল্যচতুর্থ স্থান, ১৯৮০

তথ্যসূত্র

  1. Birch, Paul (Monday, 31 May 2010)। "World Cup 2010 team guide: North Korea"BBC। সংগ্রহের তারিখ 2010-06-15 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.